সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলবোর্নে ভারতীয় দল প্র্যাকটিস শুরু করার সঙ্গে শুরু হয়েছে নয়া বিতর্ক। অস্ট্রেলিয়া যেখানে সবুজ পিচে অনুশীলন করছে, সেখানে রোহিতদের জন্য বরাদ্দ হয়েছে 'পাটা' পিচ। কিন্তু কেন এই ব্যবস্থা? সেটা পরিষ্কার করে জানালেন পিচ প্রস্তুতকারক ম্যাট পেজ। সেই সঙ্গে জানিয়ে দিলেন বক্সিং ডে টেস্টের (Border Gavaskar Trophy) পিচে থাকবে ৬ মিলিমিটার ঘাস।
মেলবোর্নে রোহিতদের অনুশীলনের জন্য যে পিচ বরাদ্দ হয়েছে, তাতে কোনও বাউন্স নেই। এমসিজি-র মূল পিচের সঙ্গে তার কোনও মিল নেই। সেটা মেনে নিয়েছেন পেজ। তাঁর বক্তব্য, এমসিজি-র নিয়ম অনুযায়ী, ম্যাচের আদর্শ উইকেট দেওয়া হয় তিনদিন আগে। আর সেই নিয়ম সবার জন্যই বরাদ্দ। তার আগে কেউ অনুশীলন করলে পুরনো পিচেই করতে হবে।
সেই সঙ্গে মেলবোর্নে টানটান ম্যাচ দেখা যাবে বলে আশা পেজের। অন্তত পিচ সেভাবেই পিচ বানানো হয় বলে তাঁর দাবি। বোলার-ব্যাটার, উভয়েই যাতে সাহায্য পায়, সেভাবেই পিচ বানানো হয়। পিচ কিউরেটারের বক্তব্য, "গত কয়েক বছরে পিচ যেরকম ছিল, তাতে আমরা খুশি। সেটা পরিবর্তনের কোনও কারণ দেখছি না। এর আগের তিনটি টেস্ট তিনটি আলাদা চরিত্রের পিচে হয়েছে। তাই আমরা চাইছি, এখানে যেন টানটান ম্যাচ দেখা যায়। যদিও সাত বছর আগে এখানে পাটা উইকেট ছিল। তখন আমরা ঠিক করি, কীভাবে টেস্ট ম্যাচকে আরও রুদ্ধশ্বাস করা যায়। তাই পিচে বোলাররাও যাতে সাহায্য পায়, সেরকম ব্যবস্থা করেছি। আবার বল পুরনো হয়ে গেলেও ব্যাটাররাও সাহায্য পাবে। গত কয়েক বছর ধরে এখানে পিচে ৬ মিলিমিটার ঘাস রাখা হচ্ছে। তাতে যে ফল পাওয়া গেছে, সেটাতে আমরা খুশি। এবারও সেটাই রাখা হচ্ছে।"
মেলবোর্নে প্রবল গরমের জন্য বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। সেটা কি পিচের উপরেও প্রভাব ফেলবে? পেজের বক্তব্য, "আমাদের মূল লক্ষ্য থাকে, বোলাররা যাতে সুবিধা পায়। একই সঙ্গে ব্যাটারদের জন্যও যেন কিছু থাকে। সেই কারণে ঘাসের পরিমাণ, আদ্রর্তা সব নিয়েই আমরা পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছি। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে ৪০ ডিগ্রি গরম থাকলেও সমস্যা নেই। আমরা সেই বুঝেই প্রস্তুতি নেব। তাছাড়া এখানের আবহাওয়া খুব দ্রুত বদলায়। যদি তাপমাত্রা ২০ ডিগ্রিতে নেমে যায়, তাহলেও পিচের চরিত্র বদলাবে না।"
কিন্তু এমসিজি-র পিচ যে পারথ, অ্যাডিলেড বা ব্রিসবেনের মতো নয়, সেটাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। পেজ বলছেন, "অস্ট্রেলিয়ার সব পিচই আলাদা। কিন্তু পারথ বা ব্রিসবেনের মতো এখানের পিচ পেসসর্বস্ব হবে না। আমরা পেস ও বাউন্সের ভারসাম্য রাখতে চাই, সেই সঙ্গে বল নড়াচড়াও করবে। মেলবোর্নের পিচ বাকিদের থেকে আলাদা। আর সেটাই অস্ট্রেলিয়ার ক্রিকেটের সৌন্দর্য্য।" তবে স্পিনাররা যে এখানে সুবিধা পাবে না, সেটাও জানিয়েছেন ম্যাট পেজ।