shono
Advertisement
Rohit Sharma and Virat Kohli

টেস্টে রোহিত বিদায় 'নিশ্চিত' করেই এবার মিশন বিরাট? বৈঠকে বসছে বোর্ড

আরেক অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজাকে নিয়ে কী ভাবছে বোর্ড?
Published By: Arpan DasPosted: 06:20 PM Jan 03, 2025Updated: 06:20 PM Jan 03, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার! বিসিসিআই থেকে ভবিষ্যতে টেস্টের জন্য যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাতে নেই হিটম্যান। আর বিরাট কোহলি? তিনি কি থাকছেন? শোনা যাচ্ছে, কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন বোর্ডের নির্বাচকরা।

Advertisement

বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে। পারথে প্রথম টেস্টে জিতলেও তারপর আর সাফল্য আসেনি। আর সেই তিনটে টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা। ব্যাটে রান নেই, নেতৃত্বও দিশেহারা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশাও নেই বললেই চলে। এই পরিস্থিতিতে টেস্টে রোহিতকে ছাড়াই এগোতে চায় বিসিসিআই। সূত্রের খবর, হিটম্যানকে সেই খবর জানিয়েও দেওয়া হয়েছে। যদি শেষ পর্যন্ত WTC ফাইনালে ভারত উঠেও যায়, সেখানে নেতৃত্ব দেবেন জশপ্রীত বুমরাহ।

এখানেই শেষ নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর বিরাট কোহলির সঙ্গেও আলোচনায় বসতে পারেন নির্বাচকরা। চলতি সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তারপর রানখরা চলছে। প্রতিটি ইনিংসেই আউট হওয়ার ভঙ্গি প্রায় একরকম। অফ স্টাম্পের বাইরের বল খোঁচা দিয়ে ফিরে যাচ্ছেন কোহলি। তাঁকেও বাদ দেওয়া উচিত, এরকম দাবি উঠছে সমর্থকদের মধ্যে। সেক্ষেত্রে নির্বাচকদের সঙ্গে তাঁর আলোচনায় কী উঠে আসে, সেটাই দেখার।

অ্যাডিলেড টেস্টের পর অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে রোহিত-বিরাট বাদ দিলে এই মুহূর্তে দলে অভিজ্ঞ ক্রিকেটার রবীন্দ্র জাদেজা। তবে ওই সূত্রের খবর, তাঁকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে না। এমনিতে ভালো ফর্মেই আছেন জাড্ডু। তাছাড়া, দল একটা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে। সেখানে জাদেজার অভিজ্ঞতা কাজে লাগতে পারে বলেই মনে করা হচ্ছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • টেস্ট কেরিয়ার কার্যত শেষ রোহিত শর্মার। বিসিসিআই থেকে ভবিষ্যতে টেস্টের জন্য যে পরিকল্পনা নেওয়া হচ্ছে, তাতে নেই হিটম্যান।
  • কোহলির ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসতে পারেন বোর্ডের নির্বাচকরা।
  • বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত এই মুহূর্তে ১-২ ব্যবধানে পিছিয়ে আছে।
Advertisement