shono
Advertisement

কয়েকটি শর্তপূরণেই মিলতে পারে BSF-এ চাকরি, জেনে নিন খুঁটিনাটি

আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
Posted: 06:05 PM Aug 09, 2021Updated: 06:05 PM Aug 09, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আপনি কি খেলাধুলোয় খুবই ভাল? আবার দেশসেবাও করতে চান? তবে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ, বর্ডার সিকিউরিটি ফোর্স (Border Security Force) বা বিএসএফে কর্মী নিয়োগ। কনস্টেবল (জেনারেল ডিউটি) স্পোর্টস কোটায় মোট ২৬৯ জনকে নিয়োগ করা হবে। প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন। আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহীরা আবেদন করতে ভুলবেন না।

Advertisement

আবেদনের শর্ত:

  • মাধ্যমিক পাশ হলে এই শূন্যপদে আবেদন করা যাবে।
  • তবে আবেদনকারীকে অবশ্যই যেকোনও ধরনের খেলায় দক্ষ হতে হবে। রাজ্য/জাতীয় স্তরে খেলার অভিজ্ঞতা থাকতে হবে।
  • শারীরিক মাপজোকের ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে।

[আরও পড়ুন: দেশ সেবায় ব্রতী হতে চান? Madhyamik পাশেই মিলতে পারে সুযোগ, জেনে নিন বিস্তারিত]

আবেদনকারীর বয়সসীমা:
১ আগস্ট, ২০২১ তারিখের ভিত্তিতে ন্যূনতম ১৮ থেকে সর্বোচ্চ ২৩ বছর বয়সিরা এই শূন্যপদে আবেদন করতে পারেন। নির্দিষ্ট নিয়মানুযায়ী, তফসিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির প্রার্থীরা ৩ বছর বয়সে ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি:
//bsf.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদনের শেষদিন:
আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে।

আবেদন সংক্রান্ত যেকোনও খুঁটিনাটির জন্য আগ্রহী প্রার্থীকে //bsf.nic.in এই ওয়েবসাইটে নজর রাখতে হবে।

[আরও পড়ুন: WB Govt Job: Graduate হলেই মিলতে পারে সরকারি চাকরি, সুযোগ হাতছাড়া করবেন না]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement