shono
Advertisement

এগিয়ে থেকেও হার জেরেমি হান্টের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে বসছেন বরিস জনসন

মে’র স্থলাভিষিক্ত হয়ে সামনে বড় পরীক্ষা জনসনের৷ The post এগিয়ে থেকেও হার জেরেমি হান্টের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে বসছেন বরিস জনসন appeared first on Sangbad Pratidin.
Posted: 06:12 PM Jul 23, 2019Updated: 06:12 PM Jul 23, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে নতুন প্রধানমন্ত্রী পাচ্ছেন ব্রিটিশরা৷ টেরেসা মে’র পদত্যাগের পর যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার অবসান ঘটল৷ নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন কনজারভেটিভ পার্টির নেতা বরিস জনসন, লন্ডনের প্রাক্তন মেয়র, যিনি বেক্সিটপন্থী নেতা হিসেবে বহুল জনপ্রিয়৷ আগামী ৫ বছরের জন্য ১০, ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হতে চলেছেন জনসন৷

Advertisement

[আরও পড়ুন: প্রথমবার চন্দ্রপৃষ্ঠে নামবেন মহিলা নভশ্চর, তৈরি হচ্ছে চাঁদের দেবী ‘আর্তিমিস’]

ব্রেক্সিট নিয়ে জটিলতার জেরে টেরেসা মে’র পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় কিন্তু এগিয়ে ছিলেন ব্রিটিশ বিদেশ সচিব তথা লেবার পার্টির নেতা জেরেমি হান্ট৷ তবে ব্রেক্সিট সংশোধনী নিয়ে ভোটের ফলাফল প্রকাশিত হতেই দেখা যায়, কনজারভেটিভদের প্রাপ্ত ভোট ৯২১৫৩ এবং লেবার পার্টি পেয়েছে ৪৬৫৬৫ ভোট৷ তবে এতে কনজারভেটিভ শিবিরে খুব স্বস্তি নেই৷ সামনে বড় পরীক্ষা৷ যেহেতু ব্রিটিশ সংসদে নিজেদের সংখ্যাগরিষ্ঠতা নেই, তাই সর্বপ্রথম তা প্রমাণ করতে হবে জনসনকে৷ তার জন্য উত্তর আয়ারল্যান্ডের ব্রেক্সিটপন্থী দল ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টির সমর্থন দরকার৷

তারপর রয়েছে ব্রেক্সিট পরীক্ষা৷ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার কথা ৩১ অক্টোবর৷ বরিস দৃঢ়প্রতিজ্ঞ, যেভাবেই হোক, ইইউ-এর সঙ্গে বিচ্ছেদ করবেনই৷ আর তা নিয়েই আপত্তি উঠছে বিরোধী শিবিরে৷ অনেকেই বলছেন, নিতান্ত জেদের বশে জনসনের চুক্তিহীনভাবে ব্রেক্সিটের সিদ্ধান্ত কার্যকর করার সিদ্ধান্ত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে চলেছে৷ যা বুঝতেও পাচ্ছেন না জনসন৷ এনিয়ে নিজেদের আশঙ্কা প্রকাশ করেছেন প্রাক্তন দুই প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন, টনি ব্লেয়ার৷ আবার আরেকাংশের মতে, জনসন যেহেতু ব্রেক্সিট নিয়ে এককাট্টা, তাই ক্ষমতায় বসেই তিনি দ্রুত ভোটের পথে হাঁটবেন৷

[আরও পড়ুন: লাদেন বধে মার্কিন বাহিনীকে সাহায্য করেছিল আইএসআই, দাবি ইমরানের]

এদিকে ২৪ জুলাই অর্থাৎ বুধবারই টেরেসা মে’র শেষ দিন৷ এদিন তিনি ডাউনিং স্ট্রিটের ভবন ছাড়ার আগে বাকিংহাম প্যালেসে গিয়ে রানি এলিজাবেথের কাছে আনুষ্ঠানিকভাবে ইস্তফাপত্র জমা দেবেন৷ তারপরই ১০, ডাউনিং স্ট্রিটে পা রাখবেন বরিস জনসন৷ এখন ব্রিটিশদের জন্য তিনি কতটা সুদিন ফেরাতে পারেন, সেটাই  দেখার৷ 

The post এগিয়ে থেকেও হার জেরেমি হান্টের, ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদে বসছেন বরিস জনসন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement