shono
Advertisement

Breaking News

Shiv Sena

ঠাকরের উত্তরাধিকার প্রমাণের পরীক্ষা, নজরে ৪৯ আসনে দুই সেনার মহা-লড়াই

এই নির্বাচন উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডের কাছে উত্তরাধিকারের লড়াই।
Published By: Amit Kumar DasPosted: 02:43 PM Nov 03, 2024Updated: 02:43 PM Nov 03, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অন্তত ৪৯ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শিবসেনার দুই শিবিরের। এরমধ্যে মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের ১৯টি কেন্দ্র অবিভক্ত শিবসেনার গড় হিসাবে পরিচিত। এর মধ্যে এক ডজন আবার মুম্বই সিটিতে। তাছাড়া, মারাঠাওয়াড়া ও কোঙ্কন অঞ্চলে আটটি, বিদর্ভের ছয়টি, উত্তর মহারাষ্ট্রে চারটি এবং পশ্চিম মহারাষ্ট্রে চারটি আসনে দুই দল একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবে।

Advertisement

২০২২-এর জুনে শিবসেনা ভেঙে যাওয়ার পর এটাই প্রথম বিধানসভা নির্বাচন। এই আসনগুলির ফলাফলেই প্রমাণ হবে, উদ্ধব ঠাকরের শিবসেনা নাকি একনাথ শিণ্ডের শিবসেনা, কোন দল জনগণের কাছে গ্রহণযোগ‌্য হবে। সেদিক থেকে এটি উদ্ধব ঠাকরে ও একনাথ শিণ্ডের কাছেও অ‌্যাসিড টেস্ট যে, কে নিজেকে বাল ঠাকরের উত্তরাধিকারের যোগ‌্য বলে দাবি করতে পারবেন। মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবসেনাকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এখন চ্যালেঞ্জ হল মহাযুতির শুধু ক্ষমতায় ফেরা নয়, ফিরে আসে তা নয়, শিবসেনাকেও তার এমন আসন জোগাড় করতে হবে, যাতে জোটে তারা এগিয়ে থাকে। শিন্ডের লক্ষ‌্য ৪০টির বেশি আসনে জয়। সূত্রের খবর, বিজেপি তাঁকে কথা দিয়েছে যে তিনি ৪০টির বেশি আসনে জিততে পারলে মুখ‌্যমন্ত্রী পদ তিনি রাখতে পারবেন।
সাম্প্রতিক লোকসভা নির্বাচনে দুই সেনা ১৩টি আসনে একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হয়েছিল। এর মধ্যে শিবসেনা (উদ্ধব) সাতটি আসনে এবং শিণ্ডের শিবসেনা ছয়টি আসনে জিতেছে। 

থানের কোপরি পাঁচপাখাড়িতে হাই-প্রোফাইল যুদ্ধ। যেখানে শিন্ডের মুখোমুখি হবেন তার প্রয়াত রাজনৈতিক পরামর্শদাতা আনন্দ দীঘের ভাগনে কেদার। তিনি এবার শিবসেনা (উদ্ধব)-র প্রার্থী। মুম্বইয়ের ওরলিতে উদ্ধব ঠাকরের ছেলে এবং প্রাক্তন মন্ত্রী আদিত্য রাজ্যসভার সাংসদ মিলিন্দ দেওরার বিরুদ্ধে লড়াই করছেন। যিনি শিন্ডে-সেনার হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মাহিমে শিবসেনা (ইউবিটি)-র মহেশ সাওয়ানের বিরুদ্ধে লড়াই করছেন শিন্ডেসেনার সিনিয়র নেতা এবং বর্তমান বিধায়ক সদা সর্বঙ্কর। তবে মুম্বই শিন্ডের জন্য একটি চ্যালেঞ্জ, কারণ সাম্প্রতিক লোকসভা নির্বাচনে তারা শহরের তিনটি লোকসভা আসনের মধ্যে মাত্র একটিতে জিততে পেরেছে। সেনা (উদ্ধব), যারা এখনও শহরে সমর্থন ধরে রেখেছে, মুম্বই দক্ষিণ, দক্ষিণ-মধ্য জিতেছে। শিন্ডে সেনা শুধুমাত্র মুম্বই উত্তর-পশ্চিমে জয়লাভ করতে পেরেছে। তাও মাত্র ৪৮ ভোটে।

অবিভক্ত সেনার ঘাঁটি থাকার কারণে কোঙ্কন অঞ্চলটিও দুই সেনার জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক লোকসভা নির্বাচনে শিবসেনা (উদ্ধব) এখানে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তারা প্রতিদ্বন্দ্বিতা করা পাঁচটি আসনেই হেরেছে। মারাঠাওয়াড়াতে, যা একসময় অবিভক্ত সেনার দুর্গ হিসাবে বিবেচিত হত, আবদুল সাত্তার, বিধায়ক সঞ্জয় শিরসাট এবং সন্তোষ বাঙ্গার যথাক্রমে শম্ভাজি নগর পশ্চিম এবং কালামনুরি আসনে সেনা (উদ্ধব) প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিদর্ভের দুই সেনা মন্ত্রী ভোটের মাঠে। তানাজি সাওয়ান্ত যখন পারান্দা থেকে সেনা (উদ্ধব)-র রাহুল পাটিলের বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন, সঞ্জয় রাঠোর দিগ্রাস থেকে উদ্ধবের দলের পবন জয়সওয়ালের বিরুদ্ধে লড়াইয়ে রয়েছেন।

উত্তর মহারাষ্ট্রে পাচোরা হাই-প্রোফাইল প্রতিদ্বন্দ্বিতা হবে, যেখানে বর্তমান সেনা বিধায়ক কিশোর পাটিল এবং সেনা ইউবিটি প্রার্থী বৈশালী সূর্যবংশী যারা একে অপরের বিরুদ্ধে মুখোমুখি হচ্ছেন কাজিন। মালেগাঁও রাজ্যের মন্ত্রী দাদাজি ভুসে এবং সেনার (উদ্ধব) অদ্বয় হিরে, যিনি প্রাক্তন মন্ত্রী প্রশান্ত হিরের ছেলের মধ্যে লড়াই দেখতে পাবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে অন্তত ৪৯ আসনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে শিবসেনার দুই শিবিরের।
  • এরমধ্যে মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের ১৯টি কেন্দ্র অবিভক্ত শিবসেনার গড় হিসাবে পরিচিত।
Advertisement