shono
Advertisement

‘মুখোশের আড়ালে কী ছিল বুঝিনি’, কংগ্রেসে যোগ দিয়েই মোদিকে তোপ বিজেন্দরের

প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী বলে তোপ দাগলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার৷ The post ‘মুখোশের আড়ালে কী ছিল বুঝিনি’, কংগ্রেসে যোগ দিয়েই মোদিকে তোপ বিজেন্দরের appeared first on Sangbad Pratidin.
Posted: 08:33 PM Apr 24, 2019Updated: 08:33 PM Apr 24, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসে যোগ দিয়েই প্রধানমন্ত্রীর সমালোচনায় মুখ খুললেন একদা নরেন্দ্র মোদি ঘনিষ্ঠ বক্সার বিজেন্দর সিং৷ প্রধানমন্ত্রীকে সরাসরি মিথ্যাবাদী বলে তোপ দাগলেন তিনি৷ জানালেন, মুখোশের আড়ালে কী লুকিয়ে রয়েছে, তা আগে বোঝা যায়নি৷

Advertisement

[আরও পড়ুন: ১.৫ কোটির সাদা ঘোড়ায় চেপে প্রচার করছেন দিনমজুর প্রার্থী ]

একটি বেসরকারি সংবাদমাধ্যকে দেওয়া সাক্ষাৎকারে খ্যাতনামা এই বক্সার জানান, ‘‘২০১৪ তে বিপুল জন সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিল বিজেপি৷ প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫-২০ লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ সেই ভিডিও এখনও ইউটিউবে রয়েছে৷ কিন্তু গরিবদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী৷ এমনকী ২০১৪-র প্রতিটি প্রচার সভায় কালো টাকা ফেরত আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী৷ কিন্তু তাও পূরণ হয়নি৷’’

[আরও পড়ুন: ভোটের মধ্যেই দিল্লিতে শক্তিবৃদ্ধি কংগ্রেসের, যোগ দিলেন বিজেপি সাংসদ উদিত রাজ ]

অলিম্পিক পদক জয়ী বক্সার যে ভাষায় প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন, তাতে অবাক রাজনৈতিক মহলের একাংশ৷ কারণ, একটা সময় মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন বিজেন্দর সিং৷ ইন্টারনেটে এখনও তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীর করমর্দনের ছবি জ্বলজ্বল করছে৷ এমনকী, ২০১৬-তে তিনি একটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় জয় লাভ করলে, নরেন্দ্র মোদি তাঁকে শুভেচ্ছা বার্তা পাঠান৷ সেই বিজেন্দরের এই ভোলবদলকে চমকপ্রদ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল৷

একই সঙ্গে, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গেও বন্ধুত্ব রয়েছে বিজেন্দরের। তবুও তাঁর কংগ্রেসে যোগদান করাকে সারপ্রাইজ প্যাকেজ বলেই বর্ণনা করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ দলে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গেই বিজেন্দর সিংকে দক্ষিণ দিল্লি কেন্দ্র থেকে প্রার্থী করেছে কংগ্রেস৷ প্রসঙ্গত, দিল্লিতে গত লোকসভায় একটি আসনও পায়নি কংগ্রেস। সাতটি আসনই যায় বিজেপির দখলে৷ এই পরিস্থিতিতে কতটা চমক দিতে পারবেন বিজেন্দর সেটাই এখন দেখার।

The post ‘মুখোশের আড়ালে কী ছিল বুঝিনি’, কংগ্রেসে যোগ দিয়েই মোদিকে তোপ বিজেন্দরের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement