shono
Advertisement

হোটেলের ঘরে রাগের মাথায় প্রেমিকা ‘খুন’, থানায় আত্মসমর্পণ যুবকের

গত দু'দিন ধরে হোটেল ভাড়া করে থাকছিল ওই যুগল।
Posted: 08:32 AM Jan 26, 2023Updated: 08:47 AM Jan 26, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রেমিকাকে খুন করে থানায় আত্মসমর্পণ প্রেমিকের! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হালিশহরে। দিন দুয়েক আগে সেখানে একটি হোটেল ভাড়া নিয়ে থাকছিল ওই যুগল। বুধবার হোটেলের ঘর থেকে প্রেমিকার দেহ উদ্ধার হয়। তার আগে প্রেমিকই থানায় গিয়ে জানায়, সে প্রেমিকাকে খুন করেছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, কথা কাটাকাটির জেরে মাথা গরম করেই এই ঘটনা ঘটিয়েছে যুবক। পরে অনুশোচনায় জেঠিয়া থানায় আত্মসমর্পণ করে। তবে এর পিছনে অন্য় কোনও কারণ আছে কি না, খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

জানা গিয়েছে, কোচবিহারের বাসিন্দা সোমা মণ্ডলের নামে হালিশহরের একটি হোটেল বুক করা হয়েছিল। গত দু’দিন ধরে প্রেমিক সুমন সাহার সঙ্গে সেখানেই থাকছিলেন তিনি। হোটেল সুূত্রে খবর, যুগলের মধ্যে কোনও বিবাদ-অশান্তি হতে দেখেননি কর্মীরা। আচমকা বুধবার বিকেল থেকে প্রেমিকার দেখা মেলেনি। নিখোঁজ ছিল প্রেমিকও।

[আরও পড়ুন: ‘আকাশছোঁয়া ষড়যন্ত্র’, ১৯ কোটি টাকা নেওয়ার কথা স্বীকার করে ইডি’র কাছে দাবি কুন্তলের]

পরে জানা যায়, সন্ধেয় জেঠিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে ওই যুবক। হোটেল থেকে সটান থানায় হাজির হয় সে। য়ুবকের স্বীকারোক্তি, রাগের মাথায় প্রেমিকাকে খুন করেছি। তার কথায় হকচকিয়ে যায় পুলিশ। পরে হোটেলে এসে বন্ধ ঘর খুলে সোমার দেহ উদ্ধার করে তারা। দেখা যায়, বাথরুমে পড়ে রয়েছে সোমার দেহ। এরপর অভিযুক্তকে  গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে খুনের কারণ জানার চেষ্টা চলছে। তবে পুলিশের প্রাথমিক ধারনা, মাথা গরম করেই এই ঘটনা ঘটিয়েছে যুবক। 

ঘটনা প্রসঙ্গে হোটেল ম্যানেজার বুদ্ধদেব বাগ জানান, “২৩ তারিখ প্রথম ওরা হোটেলে আসে। কোচবিহারের বাসিন্দা ছিল মেয়েটা। দু’দিন হোটেলের ঘরেই ছিল। আজ বিকালে আচমকা হোটেলে পুলিশ আসে। ঘরের তালা খুলতেই দেখা যায় বাথরুমে মৃত অবস্থায় পড়ে রয়েছেন ওই তরুণী।”

[আরও পড়ুন: মোদিকে নিয়ে BBC’র তথ্যচিত্র দেখানো হবে প্রেসিডেন্সিতেও, আবেদন SFI-আইসির]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার