shono
Advertisement

Breaking News

মানবিকতা আর উপস্থিত বুদ্ধি, আত্মহত্যার মুখ থেকে বৃদ্ধকে বাঁচিয়ে ‘হিরো’ দুই পুলিশকর্মী

দু’জনের কাজ মুহূর্তের মধ্যেই ভাইরাল নেটদুনিয়ায়৷ The post মানবিকতা আর উপস্থিত বুদ্ধি, আত্মহত্যার মুখ থেকে বৃদ্ধকে বাঁচিয়ে ‘হিরো’ দুই পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.
Posted: 05:37 PM Jul 07, 2019Updated: 05:37 PM Jul 07, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স হয়েছে৷ পরিবারের অবহেলাই যেন নিত্যসঙ্গী তাঁর৷ প্রতি মুহূর্তেই মনে হত এভাবে বেঁচে থাকার থেকে মৃত্যু ভাল৷ কিন্তু জীবনের ইতি টানায় তো আর কারও হাত নেই৷ তাই বাধ্য হয়ে বেছে নিয়েছিলেন আত্মহত্যার পথ৷ ট্রেনের সামনে ঝাঁপ দিয়েছিলেন বৃদ্ধ৷ কিন্তু দুই পুলিশকর্মীর উদ্যোগে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন তিনি৷ ওই ভিডিও বর্তমানে নেটদুনিয়ায় ভাইরাল৷ তাঁদের প্রশংসায় পঞ্চমুখ সকলেই৷

Advertisement

[ আরও পড়ুন: উত্তরাখণ্ডে ক্যামেরাবন্দি বিরল তুষার চিতা, ভাইরাল ভিডিও]

পশ্চিম রেলের তরফে মুম্বইয়ের সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের একটি রুদ্ধশ্বাস ভিডিও টুইট করা হয়৷ ওই ভিডিওর শুরুতে দেখা যায় স্টেশনে ট্রেনের অপেক্ষা করছেন যাত্রীরা৷ ওই ভিড়ের মাঝেই ছিলেন সাদা পোশাক পরিহিত এক ব্যক্তি৷ ঘোষণা হওয়ামাত্রই ট্রেন ঢুকল স্টেশনে৷ আচমকাই রেললাইনে ঝাঁপ দিলেন ওই ব্যক্তি৷ রেললাইনের উপরে মাথা পেতে আধ শোওয়া হয়ে পড়েছেন তিনি৷ প্রায় কাছাকাছি চলে এসেছে ট্রেন৷ সকলেই ততক্ষণে বুঝে গেছেন, আত্মহত্যা করাই উদ্দেশ্য তাঁর৷ অনেকেই স্টেশন থেকে ট্রেন থামানোর চেষ্টা করেন৷

স্টেশন চত্বরেই ছিলেন মহারাষ্ট্রের নিরাপত্তা বাহিনীতে কর্মরত মনোজ এবং রেলপুলিশে কর্মরত অশোক নামে দুজন৷ আগুপিছু না ভেবেই রেললাইনে ঝাঁপ দেন তাঁরা৷ প্রায় টেনেহিঁচড়ে আত্মহত্যার চেষ্টা করা ওই ব্যক্তিকে রেললাইন থেকে সরিয়ে আনেন৷ প্রাণে বেঁচে যান ওই ব্যক্তি৷ ট্রেন থেমে যাওয়ার পর স্টেশনে নিয়ে আসা হয় তাঁকে৷ পরিজনদের খুঁজে তাঁদের হাতে তুলে দেওয়া হয় ওই বৃদ্ধকে৷ পুলিশকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন পরিবারের সদস্যরা৷

[ আরও পড়ুন: সন্তানদের বিদেশে পাঠিয়ে রাজ্যের পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট, নজরে বিচ্ছিন্নতাবাদীদের ভূমিকা]

প্রাণের ঝুঁকি নিয়ে পুলিশকর্মীদের ওই ব্যক্তিকে বাঁচানোর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে চোখের নিমেষে৷ নেটিজেনরা সকলেই তাঁদের প্রশংসায় পঞ্চমুখ৷ যদিও পুলিশকর্মীরা বাহবা নিয়ে বিশেষ চিন্তিত নন৷ বরং নাগরিক হিসাবে দায়িত্ব পালন করেছেন বলেই জানিয়েছেন দুজনে৷

The post মানবিকতা আর উপস্থিত বুদ্ধি, আত্মহত্যার মুখ থেকে বৃদ্ধকে বাঁচিয়ে ‘হিরো’ দুই পুলিশকর্মী appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement