জোস ব্যারেটো, দোহা: রিও ডি জানেইরোর ব্রাজিল (Brazil) ফুটবল ফেডারেশনের অফিসে বসে তিতে যখন কাতারের জন্য ব্রাজিলের ২৬ জন ফুটবলারের নাম ঘোষণা করছেন, আমি তখন দোহা বিমান বন্দরে। আর ঘণ্টাখানেক পর মুম্বইয়ের বিমান ধরব। বিশ্বকাপের (Qatar World Cup) জন্য তিতের দল ঘোষণাটা মোবাইলে লাইভ দেখছিলাম। তবে শুধু আমি নই। ব্রাজিল জুড়ে সবাই এই মুহূর্তটা দেখার জন্য হয় মোবাইল না হলে টিভির পর্দায় চোখ রেখেছে। কারণ, চার বছর অন্তর এই দিনটা আমাদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তিতে ২৬ জনের নাম ঘোষণা করে দিলেন সোমবার। এবার ব্রাজিলে বলাবলি চলবে, কাতার বিশ্বকাপের জন্য তিতে কি ঠিক দল বেছে নিলেন?
গতকাল পর্যন্ত আমি পোর্তো আলেগ্রেতেই ছিলাম। ফলে দেখতে পাচ্ছিলাম, তিতের (Tite) বিশ্বকাপ স্কোয়াড নিয়ে ব্রাজিল জুড়ে উন্মাদনা কতটা ছিল। যে ২৬ জনের দল তিতে এদিন ঘোষণা করলেন, তাতে মারাত্মক কিছু চমক নেই। দু’-একটা নাম ছাড়া দলটা যে এরকম হতে পারে, তা সবাই মোটামুটি আন্দাজ করতেই পেরেছিল। কারণ, শেষ ১৫টা ম্যাচে তিতের দল অপরাজিত। ফলে যে দলটা টানা খেলে চলেছে, সেই দলটাই মোটামুটি ভাবে থাকবে ধরেই নেওয়া হয়েছিল।
[আরও পড়ুন: ‘ওপেন করতে হবে, এমন দিব্যি কে দিয়েছে?’, বাবরকে খোঁচা আফ্রিদির]
কিন্তু দল ঘোষণার সঙ্গে সঙ্গে ব্রাজিল থেকে আমার বন্ধু-বান্ধব দেখলাম, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে শুরু করেছে, নতুন জেনারেশনের দলে ৩৯ বছরের দানি আলভেসের সুযোগ পাওয়াটা রীতিমতো বেমানান। দানি আলভেসের বর্তমান ফর্ম দেখে তিতে দলে রাখেননি। রেখেছেন, ওর আগের পারফরম্যান্স আর অভিজ্ঞতা দেখে। তিতের দল ঘোষণা দেখে মনে হচ্ছে, নতুন জেনারেশনের সঙ্গে দানি আলভেজের মতো ফুটবলারের অভিজ্ঞতা মেশাতে চেয়েছেন।
চোটের জন্য কুটিনহো থাকবে না, এটা জানাই ছিল। ফলে সেটা বিস্ময়ের নয়। আমি বরং বলব, ফিরমিনহো আর গ্যাব্রিয়েলের এই দলে সুযোগ না পাওয়াটা কিছুটা আমাকে বিস্মিত করেছে। মার্টিনেলি দলে রইল আর ফ্ল্যামেঙ্গোর হয়ে গোলের মধ্যে থাকা গ্যাব্রিয়েল থাকবে না! জুভেন্টাসের ব্রেমেরকে এই দলে নিয়ে কিছুটা চমকে দিয়েছেন তিতে। তবে এই মুহূর্তে যা ফর্মে রয়েছে তাতে থিয়াগো সিলভার থেকে ভাল ফর্মে। হয়তো শুরুতে প্রথম এগারোয় থাকবে না। কিন্তু বিশ্বকাপ যত এগোবে, প্রথম দলে থাকবে ব্রেমের। তবে এই দলটা গত বিশ্বকাপের থেকে ভাল।
ঘোষিত দল: অ্যালিসন, এডারসন, ওয়েভারটন, মারকুইনহোস, মিলিতাও, থিয়াগো সিলভা, দানিলো, অ্যালেক্স তেলেস, দানি আলভেজ, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, ফাবিনহো, কাসেমিরো, ব্রুনো গুইমারেস, ফ্রেড, পাকুয়েতা, এভারটন, গ্যাব্রিয়েল মার্টিনেলি, ভিনিসিয়াস জুনিয়র, নেইমার, অ্যান্টনি, রড্রিগো, রাফিনহা, রিচার্লিসন, পেড্রো, গ্যাব্রিয়েল জেসুস।