shono
Advertisement
Bengal Super League

শেষ মুহূর্তের গোলে বিএসএলে প্রথম হার মেহতাবের সুন্দরবনের, আটকে গেল নর্থ ২৪ পরগনাও

জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ।
Published By: Arpan DasPosted: 07:54 PM Dec 30, 2025Updated: 07:54 PM Dec 30, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বেঙ্গল সুপার লিগে প্রথম ম্যাচ হারল সুন্দরবন বেঙ্গল অটো এফসি। নর্থবেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তের গোলে হারল মেহতাব হোসেনের দল। অন্যদিকে নর্থ ২৪ পরগনার বিরুদ্ধে ড্র করল কোপা টাইগার্স বীরভূম। লিগে এখনও জয়ের মুখ দেখেনি কোপা টাইগার্স।

Advertisement

জমে উঠেছে বেঙ্গল সুপার লিগ। লিগ পর্বে দুরন্ত ছন্দে রয়েছে সুন্দরবন। মেহতাবের দল কার্যত অপ্রতিরোধ্য ছিল। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থবেঙ্গলের বিরুদ্ধে শুরু থেকে দাপট ছিল সুন্দরবনের। কিন্তু বিশ্বজিৎ ভট্টাচার্যের নর্থবেঙ্গলকে টলানো যায়নি। যার মূল কৃতিত্ব গোলকিপার রাজা বর্মণের। একাধিকবার দলের পতন রোধ করেন তিনি। তবে পরের দিকে নর্থবেঙ্গলও আক্রমণ শানায়। যার সুফল পেল ম্যাচের একেবারে শেষ মুহূর্তে। ম্যাচের বয়স তখন ৯৩ মিনিট। কর্নার থেকে ভেসে আসা বল হেডে জালে জড়িয়ে দেন দীর্ঘদেহী আবদুল। তার একটু পরেই শেষের বাঁশি বাজিয়ে দেওয়া হয়। নর্থবেঙ্গল ম্যাচ জেতে ১-০ গোলে।

অন্যদিকে কোপা টাইগার্সের কাছে আটকে গেল নর্থ ২৪ পরগনা। কোমরোন তুর্সুনোভেররা লিগে এখনও পর্যন্ত জয়ের দেখা পাননি। তারক হেমব্রমরা এবার ভালো ছন্দে আছেন। এর আগে নৈহাটি স্টেডিয়ামের দু'দলের মোকাবিলায় ৪ গোলে জিতেছিল নর্থ ২৪ পরগনা। তবে এবার বোলপুরে আটকে গেল তারা। প্রথমে অবশ্য রোহমিংথাঙ্গা এগিয়ে দিয়েছিল। ২৯ মিনিটে গোল করেন তিনি। কিন্তু ৪২ মিনিটে গোল শোধ করেন মার্শা। গোটা ম্যাচে দাপট রেখেও জয়ের দেখা পায়নি নর্থ ২৪ পরগনা।

এই মুহূর্তে ৬ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়্যাল সিটি। সুন্দরবনের পয়েন্ট সমান। তবে গোল পার্থক্যে তারা দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নর্থ ২৪ পরগণা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেঙ্গল সুপার লিগে প্রথম ম্যাচ হারল সুন্দরবন বেঙ্গল অটো এফসি।
  • নর্থবেঙ্গল ইউনাইটেডের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তের গোলে হারল মেহতাব হোসেনের দল।
  • অন্যদিকে নর্থ ২৪ পরগণার বিরুদ্ধে ড্র করল কোপা টাইগার্স বীরভূম।
Advertisement