সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ”মনে হয় আজ আমি হাজার সূর্য ওঠা দেখলাম।” বাংলা আধুনিক গানের এই বিখ্যাত লাইনটি সকলেরই প্রিয়। কিন্তু ভাবুন তো হাজার সূর্য আকাশে উঠলে আসল ব্যাপারটা কেমন দাঁড়াবে? এই মুহূর্তে নেট ভুবনে ভাইরাল হয়েছে এমনই এক ভিডিও (Viral video)। সেখানে অবশ্য হাজারটা সূর্য দেখা যাচ্ছে না। কিন্তু সূর্যের ছটায় এমন এক বিভ্রম তৈরি হয়েছে যেন একটা নয় তিনটে সূর্য (Sun) আকাশে! ভিডিওটি যদিও একটু পুরনো। কিন্তু নতুন করে সেটা ভাইরাল হতে শুরু করেছে। আকাশে এই আশ্চর্য খেলা দেখে মুগ্ধ নেটিজেনরা।
জানা গিয়েছে, ভিডিওটি সুইডেনের। শেয়ার করার পরই লক্ষ লক্ষ মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। ঠিক কী দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সূর্যকে ঘিরে একটা বৃত্ত। যার দুই প্রান্তে উজ্জ্বল আলোর ছটা-সহ উঁকি দিচ্ছে আরও দুটো সূর্য। বলাই বাহুল্য, সেগুলো আসলে দৃষ্টিবিভ্রম।
[আরও পড়ুন: টাকার জন্য কলেজ কর্তৃপক্ষকে হুমকি! অজান্তেই মানিকের ‘পকেট ভরান’ সাড়ে ৪৯ হাজার বিএড পড়ুয়া]
এই ধরনের বলয় অত্যন্ত বিরল। এটি তোলা হয়েছিল ২০১৭ সালে। তুষারভূমির মাথার উপরে আকাশে জ্বলজ্বল করা ওই সূর্য ও তার চারপাশে তৈরি হওয়া আলোর ছটার ভিডিও তুলেছেন সুইডেনের এক আলোকচিত্রী। সেটিই নতুন করে ফিরে এসেছে। নেটিজেনরা জানাচ্ছেন, ভিডিওটি একই সঙ্গে ‘সুন্দর ও শ্বাসরোধকারী’।
কেউ কেউ মনে করিয়ে দিয়েছেন, এটা আসলে ‘সান ডগ’। সূর্যের আলো বরফের উপরে প্রতিসৃত হলে এই ধরনের দৃষ্টিবিভ্রমের সৃষ্টি করে। সাধারণত ঠান্ডা আবহাওয়ায় তুষারভূমিতেই এমন দৃশ্য দেখা যায়। সূর্য বা চাঁদকে ঘিরে তৈরি ২২ ডিগ্রি অবস্থানে এই বিভ্রম তৈরি হয়। তাই একে ‘২২ ডিগ্রির হ্যালো’ বলা হয়। নেটিজেনদের বক্তব্য, প্রযুক্তি যতই উন্নতি করুক, শেষ পর্যন্ত প্রকৃতির চমকের কাছে তা ফিকে। আর তারই এক চরম নিদর্শন আকাশজোড়া সূর্য ও আলোর এই আশ্চর্য কীর্তি।