সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিন কয়েকের মধ্যেই শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। বহু বছর আইসিসি ট্রফি অধরা টিম ইন্ডিয়ার। রোহিত শর্মাদের হাত ধরে ফের বিশ্বজয়ের স্বপ্নে বুঁদ দেশবাসী। কিন্তু টি-২০ অভিযান শুরু আগেই ভারতের থিঙ্কট্যাঙ্ককে সতর্ক করলেন ব্রায়ান লারা (Brian Lara)।
খাতায়-কলমে যথেষ্ট শক্তিশালী ভারতের ক্রিকেট দল। ব্যাটে যেমন রোহিত, বিরাটরা আছেন, তেমনই বোলিং বিভাগ সামলাবেন জশপ্রীত বুমরাহ। টি-টোয়েন্টি ক্রিকেটের এক নম্বর ব্যাটার সূর্যকুমার যাদব মাঝের সারি সামলাবেন। কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহালের স্পিন জুটি প্রতিপক্ষের পরীক্ষা নেবে। সব মিলিয়ে তারকাখচিত দল নিয়েই মাঠে নামছে 'মেন ইন ব্লু'।
[আরও পড়ুন: ডেথ ওভারে কাকে বল দেবেন রোহিত? বিশ্বকাপের আগে পরামর্শ বিশ্বজয়ী প্রাক্তনের]
সেটা নিয়েই চিন্তিত প্রাক্তন ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা। তিনি বলেন, "ভারতের মূল সমস্যা পরিকল্পনার অভাব। একদিনের বিশ্বকাপ হোক বা টি-টোয়েন্টি, আমার অন্তত বাইরে থেকে সেটাই মনে হয়েছে। শেষ মুহূর্তে কী করা উচিত, তা বুঝে উঠতে পারে না। দলে যত তারকাই থাক, তাতে কিছু বদলাবে না। বিশ্বকাপ জিততে টিমের আক্রমণের পরিকল্পনা ভালোভাবে সাজানো দরকার।"
[আরও পড়ুন: ‘আজও ঘুমোতে গেলে…’ রশিদ খানকে তাড়া করে বিশ্বকাপে ম্যাক্সওয়েলের অতিমানবিক ইনিংস]
তবে ক্যারিবিয়ান কিংবদন্তির সম্পূর্ণ ভরসা রয়েছে রাহুল দ্রাবিড়ের উপর। বিশ্বকাপ শেষ হলেই সরে যাবেন ভারতীয় ক্রিকেট কোচ। তাঁকে নিয়ে লারা বলেন, "আশা করি, দ্রাবিড় ঠিকঠাক পরিকল্পনা অনুযায়ী এগোতে পারবে। বিশ্বকাপ জেতার জন্য সবাইকে ঐক্যবদ্ধ রাখা দরকার।" দ্রাবিড়রা কি সঠিক রাস্তায় হাঁটতে পারবেন? সেটা বিশ্বকাপের বল গড়ালেই বোঝা যাবে। তাঁদের প্রথম ম্যাচ ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। ৯ জুন চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে মহারণ।