shono
Advertisement
Nadia

সম্পত্তি নিয়ে বিবাদ! চাপড়ায় ভাইয়ের হাতে 'খুন' দিদি

ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ভাই।
Published By: Subhankar PatraPosted: 05:23 PM Jun 01, 2024Updated: 05:26 PM Jun 01, 2024

সঞ্জিত ঘোষ, নদিয়া: জমি সংক্রান্ত বিবাদের জেরে দিদিকে খুনের অভিযোগ উঠল ভাইয়ের বিরুদ্ধে। নদিয়ার চাপড়া থানার আড়ংসরিষা পূর্বপাড়া এলাকার ঘটনায় ছড়ায় তীব্র চাঞ্চল্য। অভিযোগ, শনিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে দিদির উপর চড়াও হন ভাই। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মণিমালা ঘটক (৪৬)। তিনি চাপড়ার ( Chapra) আড়ংসরিষা এলাকার বাসিন্দা। এলাকাতে তাঁর একটি জমি ছিল। পরিবার সূত্রে খবর, সেই জমির উপর দীর্ঘদিন ধরে নজর ছিল ভাই সইদুল ঘটকের।

[আরও অভিযোগ: বিষকন্যা’ মহানন্দার জল সরবরাহের পরামর্শ কার ছিল? প্রশ্নের মুখে শিলিগুড়ির মেয়র]

তিনি মণিদেবীকে সেই জমি নিজের নামে লিখে দিতে বলেছিলেন। এমনকী হুমকিও দেন বলে অভিযোগ। রাজি হননি মণিদেবী। সেই নিয়ে ঝামেলাও চলছিল তাঁদের। শনিবার আড়ংসরিষা বাসস্ট্যান্ডের রাস্তা দিয়ে যাচ্ছিলেন মণিমালা দেবী। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র দিয়ে মণিদেবীকে আঘাত করেন সইদুল।

অস্ত্রের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন মণিদেবী। খবর যায় পুলিশে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে পাঠায় এলাকার বাসিন্দারা। সেখানেই তাঁকে মৃত বলে জানান চিকিৎসকরা। দেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালের (Shaktinagar Zilla Hospital) পুলিশ মর্গে আনা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত সইদুল পলাতক বলে জানিয়েছে পুলিশ। ধারালো অস্ত্রটি ঘটনাস্থলেই ফেলে যান অভিযুক্ত। ভারতীয় দণ্ডবিধির আইপিসি ৩০২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়ছে।

[আরও পড়ুন: পুরুলিয়ায় ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, জখম ২, দীর্ঘক্ষণ ব্যাহত ট্রেন চলাচল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • পুরনো জমি সংক্রান্ত বিবাদের জেরে ভাইয়ের হাতে খুন হলেন দিদি।
  • নদিয়ার চাপড়া থানার আড়ংসরিষা পূর্বপাড়া এলাকার ঘটনা।
  • নিবার সকালে ধারালো অস্ত্র নিয়ে দিদির উপর চড়াও হন ভাই।
Advertisement