shono
Advertisement

অর্থই অনর্থের মূল! সম্পত্তি নিয়ে অশান্তির জেরে ভাইকে খুন দাদার

থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত।
Posted: 01:50 PM Dec 21, 2023Updated: 03:03 PM Dec 21, 2023

সুরজিৎ দেব, ডায়মন্ড হারবার: কথায় আছে অর্থই অনর্থের মূলে! আর সেই সম্পত্তি নিয়ে বিবাদের জেরে মায়ের পেটে ভাইকে খুন করল দাদা। বৃহস্পতিবার সকালের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ এলাকায়। যদিও খুনের পর থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত দাদা।

Advertisement

দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে হারউড পয়েন্ট কোস্টাল থানার কালিনগর এলাকায় দাদার হাতে খুন হয়েছে ভাই। সম্পত্তি নিয়ে বিবাদের জেরে এই খুন বলে অভিযোগ করেছে মৃতের পরিবারের। মৃতের নাম মোহনলাল দাস। অভিযুক্তের নাম মতিলাল দাস।

[আরও পড়ুন: রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া হায়দরাবাদেও, এক সপ্তাহ ধরে মহিলার দেহ আগলে পরিবার!]

পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের মধ্যে গণ্ডগোল চলছিল। গতকাল রাতে দুই ভাইয়ের মধ্যে আবার বচসা শুরু হয়। বড় ভাই মতিলাল দাস বিতর্ক চলাকালীন ইট দিয়ে ছোট ভাই মোহনলাল দাসের মাথায় আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোকজন মোহনলালকে কাকদ্বীপ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তার পরে অভিযুক্ত থানায় গিয়ে আত্মসমর্পণ করে। এলাকায় চরম উত্তেজনা। পুলিশ তদন্ত শুরু করেছেন। মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে।

[আরও পড়ুন: স্বপ্নপূরণ রিচার, তৃতীয় বাঙালি হিসাবে ভারতের হয়ে টেস্ট অভিষেক বঙ্গকন্যার]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার