shono
Advertisement

বোনকে নিয়ে মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা, মৃত্যু দাদার

জখম পরীক্ষার্থীর দিদি।
Posted: 10:32 AM Feb 02, 2024Updated: 10:32 AM Feb 02, 2024

ধীমান রায়, কাটোয়া: বোন মাধ্যমিক পরীক্ষার্থী। তাকে পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়ার সময় পথ দুর্ঘটনায় মৃত্যু হল দাদার। জখম পরীক্ষার্থীর দিদি। শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার মাহাতা গ্রামের কাছে বলগোনা গুসকরা সড়কপথে। শোকের ছায়া এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম অরিজিৎ ঘোষ(২১)। তাঁর বাড়ি ভাতারের বেরোয়া গ্রামে। যুবকের ছোট বোন স্মৃতি ঘোষ এবারের মাধ্যমিক পরীক্ষার্থী। এরুয়ার উচ্চ বিদ্যালয়ে তার পরীক্ষাকেন্দ্র। শুক্রবার সকালে অন্যান্য কয়েকজন পরীক্ষার্থীর সঙ্গে একটি মারুতি গাড়িতে চড়ে স্মৃতি পরীক্ষা দিতে যাচ্ছিল। ওই মারুতির কিছুটা পিছনেই বাইকে পরীক্ষাকেন্দ্রে যাচ্ছিলেন স্মৃতির খুড়তুতো দাদা অরিজিৎ। তাঁর বাইকে ছিল স্মৃতির দিদি রিক্তা ঘোষ।

[আরও পড়ুন: শুরু মাধ্যমিক, সুষ্ঠু ব্যবস্থাপনায় বদ্ধপরিকর পর্ষদ]

এদিন সকাল থেকে জেলায় জেলায় কুয়াশার দাপট। এক হাত দূরের কিছু দেখাও কার্যত সমস্যার বিভিন্ন এলাকার। যার জেরে দুর্ঘটনার কবলে পড়েন অরিজিৎ। বাইকে স্কুলের দিকে যাওয়ার সময় বিপরীত দিক আসা একটি গাড়ি বাইকে ধাক্কা দেয় তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অরিজিতের। রিক্তা গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে বর্ধমানে চিকিৎসায় পাঠানো হয়েছে। তবে পরীক্ষার্থী স্মৃতিকে এই দুর্ঘটনার বিষয়ে কিছু না জানিয়ে তাঁকে পরীক্ষা কেন্দ্রে পৌছে দেওয়া হয়েছে।

[আরও পড়ুন: কবীর সুমনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী, এখন কেমন আছেন শিল্পী?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement