শেখর চন্দ্র, আসানসোল: বউদিকে খুন করার অভিযোগ উঠল দেওরের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার দিলদার নগরের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে. সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরেই এই ঘটনা।
মৃতার নাম মণি রাউত। এলাকাবাসীদের অভিযোগ, বাড়ির মধ্যেই বউদি মণিকে তাঁর দেওর ভোলু রাউত ধারালো অস্ত্র দিয়ে একাধিক জায়গায় আঘাত করেছেন। এর পর রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধুকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছয়।অভিযুক্ত দেওরকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে এই খুন তা নিয়ে তদন্তে পুলিশ।
[আরও পড়ুন: রোজ ১ ঘণ্টা করে ক্লাসিক্যাল গানে গলা সাধছেন আমির খান! এবার গায়কের চরিত্রে?]
স্থানীয় বাসিন্দাদের দাবি, গত তিন-চার দিন ধরেই ওই রাউত পরিবারে অশান্তি চলছিল। বড় ভাই মন্টু রাউত গাড়ি চালান। তাঁর স্ত্রীর নাম মণি রাউত। মন্টুর ছোট ভাই ভোলু শনিবার তাঁর নিজের ছেলেমেয়েকে শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আসেন। তার পরেই এই খুনের ঘটনা ঘটে। জানা গিয়েছে, যখন মন্টু বাড়িতে ছিল না তখন মণির উপর হামলা হয়। এই ঘটনার পর থেকেই ওই গৃহবধূর শ্বশুর-শাশুড়ি অর্থাৎ ভোলুর বাবা-মা পলাতক। পুলিশের প্রাথমিক অনুমান, জমি সম্পত্তি ভাগাভাগি নিয়েই বিবাদ। তা থেকে এই খুনের ঘটনা বলে মনে করছে ওয়াকিবহাল মহল।