shono
Advertisement

Breaking News

দুর্ঘটনার জের, চিনা সংস্থাকে কোনও বরাত নয়, বেজিংকে ধাক্কা ঢাকার

‘ড্রাগনে’র বন্ধুত্ব যে আসলে ফাঁদ তা এবার বুঝতে পারছে বাংলাদেশ।
Posted: 03:26 PM Oct 17, 2022Updated: 03:26 PM Oct 17, 2022

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে ভারতের প্রভাব খর্ব করতে উঠেপড়ে লেগেছে চিন। ঋণের পসরা সাজিয়ে ঢাকাকে যে কিছুটা প্রভাবিত করেছে বেজিং সে কথা অজানা নয়। তবে ‘ড্রাগনে’র বন্ধুত্ব যে আসলে ফাঁদ তা এবার বুঝতে পারছে বাংলাদেশ। পরিকাঠামো উন্নয়নের নামে দেশে ‘আর্থিক লুট’ চালাচ্ছে চিনা সংস্থাগুলি। এবার ঢাকায় গার্ডার দুর্ঘটনার জেরে অভিযুক্ত চিনা সংস্থাকে আর কোনও বরাত দেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশের সড়ক ও পরিবহণ মন্ত্রী ওবায়দুল কাদের।

Advertisement

রবিবার এক সংবাদ সম্মেলনে কাদের বলেন, “ঢাকায় গার্ডার দুর্ঘটনার জেরে অভিযুক্ত চিনা সংস্থাকে আর কোনও বরাত দেওয়া হবে না। ওই প্রকল্প শেষ হতে আরও ২০ শতাংশ কাজ বাকি রয়েছে। সেসমস্ত কাজ শেষ হলে ওই চিনা সংস্থাকে আর বাংলাদেশে (Bangladesh) কাজ করতে দেওয়া হবে না। দেশের আর্থিক অবস্থার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ, এখন অন্য সংস্থাকে বরাত দিলে কাজ শেষ হতে আরও কয়েক বছর বেশি সময় লাগবে।”

[আরও পড়ুন: টিকিট বিক্রির পরেও ঢাকার জাদুঘরে বাতিল কবীর সুমনের অনুষ্ঠান, কেন এমন সিদ্ধান্ত?]

উল্লেখ্য, গত আগস্ট মাসে রাজধানী ঢাকায় একটি গাড়ির উপর গার্ডার ভেঙে পড়ে মৃত্যু হয় ৫ জনের। অভিযোগ, অবহেলার জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাঝুবা গ্রুপ করপোরেশনের (সিজিজিসি) সংশ্লিষ্ট আধিকারিক ও ক্রেনচালকের বিরুদ্ধে মামলা দায়ের হয় বাংলাদেশে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সরকারি রিপোর্টে বলা হয়, ঢাকার উত্তরায় নির্মাণাধীন বাস র‍্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে চিনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসি কাজ করছে। এই কাজের অংশ হিসেবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ঢাকা থেকে গাজীপুরগামী রাস্তায় বক্সগার্ডার একটি ক্রেনের সাহায্যে লোবেট ট্রাকে ওঠানো হচ্ছিল। অভিযোগ, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা না নিয়ে সড়কে যান চলাচলের সময় ঝুঁকিপূর্ণভাবে কাজ করা হচ্ছিল। গাড়িটি ঘটনাস্থলে পৌঁছলে বক্স গার্ডার গাড়িটির চালকের আসন-সহ পিছনের আসনের অর্ধেকের বেশি অংশে আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। গাড়িতে থাকা সাতজনের মধ্যে ৫ জনের মৃত্যু হয়।

[আরও পড়ুন: উলফা নেতা অনুপ চেতিয়ার মেয়ের সঙ্গে বাংলাদেশি পাত্রের বিয়ে ঘিরে শোরগোল]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement