shono
Advertisement

কুয়াশার আড়ালে অনুপ্রবেশের চেষ্টা, জওয়ানদের গুলিতে নিকেশ ২ পাক জঙ্গি

ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের রাজাতাল সেক্টরে।
Posted: 10:43 AM Dec 17, 2020Updated: 10:43 AM Dec 17, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ভারতে অনুপ্রবেশের চেষ্টা পাকিস্তানি সন্ত্রাসবাদীদের। তবে তাদের ছক বানচাল করে দেয় বিএসএফ (BSF)। অনুপ্রবেশ রুখতে জওয়ানদের গুলিবর্ষণে খতম হয় দুই জেহাদি। বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটেছে পাঞ্জাবের রাজাতাল সেক্টরে।

Advertisement

[আরও পড়ুন: টেলিকম ক্ষেত্রকে চাঙ্গা করতে উদ্যোগ, ‘স্বচ্ছ’ পদ্ধতিতে স্পেকট্রাম নিলামে ছাড়পত্র কেন্দ্রের]

বিএসএফ সূত্রে খবর, এদিন ভোরে পাকিস্তান (Pakistan) সীমান্তে অমৃতসরের রাজাতাল সেক্টরে টহল দিচ্ছিলেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ঘন কুয়াশায় চারদিক আচ্ছন্ন থাকায় ওই এলাকায় শীতের মরশুমে নজরদারি চালানোর কাজ রীতিমতো কঠিন। তবে সুশিক্ষিত ও প্রশিক্ষণপ্রাপ্ত জওয়ানদের নজরে ধোঁকা দেওয়া সহজ নয়। কিছুক্ষণ নজরদারি করার পর সীমান্তের ওপারে কাঁটাতারের ওপরে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা নজরে আসে জওয়ানদের। ওই ব্যক্তিরা ভারতীয় সীমানার দিকেই এগিয়ে আসছিল। তারপরই থামতে বলায় গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা হামলা চালান ভারতীয় জওয়ানরাও। তাঁদের গুলিতে নিকেশ হয় দুই পাকিস্তানি অনুপ্রবেশকারী। নিহতদর কাছ থেকে একে-৪৭ রাইফেল উদ্ধার করা হয়। কৃষক আন্দোলনের আবহে পাঞ্জাবে বড়সড় নাশকতার ছক ছিল জঙ্গিদের বলেই মনে করছে নিরাপত্তা মহল।

লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষ হওয়ার পর থেকেই কাশ্মীর সীমান্তেও নজরদারি পরিমাণ বাড়িয়েছে ভারত। অন্যদিকে ‘বন্ধু’ চিনের উসকানিতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে সীমান্তের ওপার থেকে গোলাগুলি ছোঁড়ার ফাঁকে মদতপুষ্ট জঙ্গিদের ক্রমাগত ভূস্বর্গে ঢোকানোর চেষ্টা চালাচ্ছে পাকিস্তান। সম্প্রতি এই বিষয়ে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI) লস্কর-ই-তইবা প্রধান হাফিজ সইদ ও হিজবুল মুজাহিদিন প্রধান সৈয়দ সালাউদ্দিনকে ডেকে নির্দেশ দিয়েছে বলেও জানা গিয়েছে। এদিকে এই খবর পাওয়ার পরেই তৎপর হয়ে উঠেছেন ভারতীয় নিরাপত্তারক্ষীরা। পাকিস্তানের যেকোনও অপকর্মের যোগ্য জবাব দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

[আরও পড়ুন: অযোধ্যার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে পারে ২৬ জানুয়ারি, চূড়ান্ত ঘোষণা শীঘ্রই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement