সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণ মানুষকে পরিষেবা দানের ক্ষেত্রে রাজ্যের আরও এক নজিরকে তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানালেন, বাংলা সহায়তা কেন্দ্র (Bangla Sahayata Kendra) থেকে ১০ কোটিরও বেশি পরিষেবা পৌঁছে গিয়েছে রাজ্যবাসীর কাছে। এহেন সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী।
সোমবার টুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) লেখেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে রাজ্যবাসীর কাছে ১০ কোটিরও বেশি পরিষেবা পৌঁছে দিতে পেরেছে সরকার। এই সংখ্যাই প্রমাণ করে দিচ্ছে কীভাবে তৃণমূল স্তর পর্যন্ত বিনামূল্যে সরকারি পরিষেবা প্রদানে বদ্ধপরিকর প্রশাসন।” এর পরই বাংলা সহায়তা কেন্দ্রের সঙ্গে যুক্ত কর্মীদের ধন্যবাদ জানান তিনি। মুখ্যমন্ত্রীর আশা, এভাবেই মানুষকে পরিষেবা দিতে নিরলস প্রয়াস চালিয়ে যাবেন কর্মীরা।
[আরও পড়ুন: একের পর এক বিস্ফোরণ, বেআইনি বাজি ব্যবসা রুখতে বিশেষ কমিটি গড়ল নবান্ন]
উল্লেখ্য, বছর তিনেক আগে ২০২০ সালে যাত্রা শুরু হয় বাংলা সহায়তা কেন্দ্রের। মাত্র তিন বছরের মধ্যেই পরিষেবা প্রদানের ক্ষেত্রে ১০ কোটির মাইলস্টোন পেরিয়ে নজির গড়েছে তারা। এর আগে সরকারি পরিষেবা পেতে প্রচুর কাঠখড় পোড়াতে হত সাধারণ মানুষকে। বারবার সরকারি অফিসে ছোটাছুটি করতে হত। তারপরও অনেক সময় সমস্যা মিটত না। কিন্তু তৃণমূল সরকারের এহেন পদক্ষেপে অনেকখানি সুরাহা হয়েছে আমজনতার। সরকারি পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার এই পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিস্ক প্রসূতই। আর সেই পরিষেবাই ১০ কোটির গণ্ডি পার হওয়ায় খুশি তিনিও।
বাংলা সহায়তা কেন্দ্রের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বর্তমানে এ রাজ্যে মোট ৩৫৬১টি কেন্দ্র আছে। যেখান থেকে ৪০টি দপ্তরের ২৬০ ধরনের সরকারি পরিষেবা পাওয়া যায়।