সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঘরোয়া ক্রিকেটে না খেললে জাতীয় দলের জার্সি মিলবে না। বিসিসিআইয়ের কড়া নির্দেশিকার কোপ পড়েছিল ঈশান কিষাণ (Ishan Kishan), শ্রেয়স আইয়ারদের উপর। এক সময়ের 'অবাধ্য' ক্রিকেটার ঈশান এখন বুচিবাবু টুর্নামেন্টে (Buchi Babu Tournament 2024) ঝাড়খণ্ড দলের অধিনায়ক। আর সেখানে দলকে জিতিয়ে নায়কের সম্মান পেলেন তিনি।
গত মরশুমে জাতীয় দল থেকে আচমকাই 'ছুটি' নিয়েছিলেন। বিসিসিআইয়ের নির্দেশ অমান্য করে আইপিএলের প্রস্তুতির জন্য অফিস লিগ খেলা শুরু করেন ঈশান। একইভাবে চোটের যুক্তিতে রনজি থেকে নিজেকে সরিয়ে নেন শ্রেয়স আইয়ার। যার জেরে দুজনকেই কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়েছিল। পরে শ্রেয়স জাতীয় দলে ফিরলেও ঈশানের জন্য এখনও দরজা খোলেনি। যদিও বুচিবাবু টুর্নামেন্টে যেরকম আগুনে ফর্মে তিনি আছেন, তাতে অনেকে মনে করছেন, বাংলাদেশ সফরে ডাক আসতে পারে ভারতের তরুণ ক্রিকেটারের।
[আরও পড়ুন: ভরা মঞ্চে আচমকা জ্ঞান হারালেন ভিনেশ! ভারতীয় কুস্তিগিরের সুস্থতা নিয়ে চিন্তিত ভক্তরা]
টুর্নামেন্টে প্রথম ইনিংসে ৬৪ রানের লিড ছিল ঝাড়খণ্ডের। সেখানে ১০৭ বলে ১১৪ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন ঈশান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামার সময় তাঁদের কাছে লক্ষ্যটা ছিল তুলনায় সহজ। মাত্র ১৭৪ রান তুলতে হত ঝাড়খণ্ডকে। কিন্তু টানা উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। সেখান থেকে দলকে টেনে তোলেন ঈশান। মাত্র ২ উইকেট হাতে নিয়ে ম্যাচ জেতে ঝাড়খণ্ড।
[আরও পড়ুন: সংবর্ধনা অনুষ্ঠানে ‘অলিম্পিকের সোনার পদক’! ভিনেশের জন্য অভিনব ভাবনা খাপ পঞ্চায়েতের]
ম্যাচ জিততে তখন বাকি ছিল আর ১০ রান। ঈশান সেই সময় এক বিরাট ছক্কা হাঁকান। তার পরের বলে কোনও রান হয়নি। তার পরেই ফের বিরাট ছয়। ঈশান অপরাজিত থাকেন ৪১ রানে। তাঁর ম্যাচ জেতানো ছয় দেখে অনেকের মনে পড়ছে ঝাড়খণ্ডের এক প্রাক্তন ক্রিকেটারের কথা। তিনিও ঈশানের মতো উইকেটকিপারও ছিলেন। তাঁর নাম মহেন্দ্র সিং ধোনি। ঈশান কি নিজের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলের দরজা ফের খুলতে পারবেন? সেটাই এখন দেখার।