shono
Advertisement

ভোট দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, অসুস্থতার আড়ালে ভিন্ন বিশ্লেষণ রাজনৈতিক মহলের

শেষবেলায় ভোট দিলেন বুদ্ধদেবের স্ত্রী মীরা, কন্যা সুচেতনা৷ The post ভোট দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, অসুস্থতার আড়ালে ভিন্ন বিশ্লেষণ রাজনৈতিক মহলের appeared first on Sangbad Pratidin.
Posted: 06:32 PM May 19, 2019Updated: 06:34 PM May 19, 2019

অভিরূপ দাস: ফি বছর সপরিবারেই গণতন্ত্রের উৎসবে শামিল হন৷ এবারই প্রথম ভোটের লাইনে অসম্পূর্ণ পাম অ্যাভিনিউয়ের ভট্টাচার্য পরিবার৷ বাড়ির কর্তা অসুস্থ, তাই ভোট দিতে গেলেন না৷ গৃহকর্ত্রী এবং মেয়ে শেষবেলায় গেলেন নির্ধারিত ভোটকেন্দ্র পাঠভবন স্কুল, জুনিয়রে৷ ফাঁকায় ফাঁকায় নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন৷

Advertisement

বলা হচ্ছে, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর কথা৷ চলতি লোকসভা ভোটের শেষ দফায় ভোট কলকাতা দক্ষিণে৷ এই কেন্দ্রেরই ভোটার বুদ্ধদেব ভট্টাচার্য এবং তাঁর পরিবার৷ এবছর বুথমুখী হলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ বিকেলে, ভোট শেষ হওয়ার ঠিক আগে কেন্দ্রে গেলেন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্য, মেয়ে সুচেতনা৷ জানা হল, বুদ্ধদেববাবু অসুস্থ৷ ভোট দেওয়ার মতো অবস্থায় নেই৷ তাই তাঁকে ছাড়াই ভোট দিলেন স্ত্রী, মেয়ে৷আর এবারই প্রথম নির্বাচন প্রক্রিয়া থেকে তিনি সবরকমভাবে দূরে সরে রইলেন৷

[আরও পড়ুন : নির্বাচনী এলাকায় ব্যস্ততা তুঙ্গে, ভোট দিতে পারলেন না সৌগত-নেপালদেব]

পরিবার সূত্রে যতই বুদ্ধবাবুর অসুস্থতাকে দায়ী করা হোক না কেন, রাজনৈতিক মহলের একাংশ একে অন্যভাবে ব্যাখ্যা করছেন৷ ২০১১-র বিধানসভা নির্বাচনে পরাজিত হয়ে, ফলপ্রকাশের দিনই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিয়েছিলেন। তখনই বোঝা গিয়েছিল, রাজনৈতিক সন্ন্যাসের পথে হাঁটতে চলেছেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ দুঁদে রাজনীতিকদের সেই ধারণা পুরোপুরি না মিললেও, সত্যিই প্রত্যক্ষ রাজনীতি থেকে সরেই দাঁড়িয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী৷ একে একে পলিটব্যুরো, কেন্দ্রীয় কমিটি-সহ সংগঠনের একাধিক দায়িত্ব ছেড়ে দেন৷ নেহাৎই বয়সের কারণ দেখিয়ে৷ কিন্তু তারপরও ২০১৬-এ দল তাঁকে প্রচার ময়দানে নামিয়েছিল৷ রাজ্যে ফের বামফ্রন্টকে ক্ষমতায় ফেরানোর আহ্বান জানিয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ সভা, মিছিলে ভিড় একেবারে পাতলা ছিল না৷ তবে কাস্তে-হাতুড়ির মরা সংগঠনে জোয়ার আসা দূর অস্ত, শক্তি ঠেকেছে একেবারে তলানিতে৷

তবু তিনি ছিলেন দলের পাশে পাশে, সর্বদা৷ ছিলেন আদর্শ কমিউনিস্ট হিসেবেই৷ শরীরও সময়ের সঙ্গে ভেঙে পড়েছে৷ ঘরবন্দি থাকতেই পছন্দ করতেন৷ দিনভর পড়াশোনা নিয়ে থাকতেন৷ চলতি বছর ফেব্রুয়ারিতে বামেদের মেগা ব্রিগেডে দেখা গিয়েছিল দলের অন্যতম শীর্ষনেতাকে৷ তবে মঞ্চে নয়, ব্রিগেড ময়দানে তিনি গিয়ে গাড়ির ভিতরেই বসেছিলেন৷ আর অভিজ্ঞ চোখে পর্যবেক্ষণ করছিলেন সমর্থকদের স্বতস্ফূর্ততা৷ কিছুক্ষণ থাকার পর শুধু একটাই প্রতিক্রিয়া ছিল তাঁর – এই ভিড় যেন ভোটে যায়৷ সে কথার নিগূঢ় অর্থ আর কেউ বুঝুক বা না বুঝুক, রাজ্য বাম নেতৃত্ব তাতে যে গুরুত্ব দেয়নি, তা বোঝা গিয়েছে বেশ৷

[আরও পড়ুন : ভোট দিতে গিয়ে ‘আক্রান্ত’ বাবুল সুপ্রিয়, হেনস্তার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে]

ভোটব্যাংকের জরাজীর্ণ দশা বেশ টের পেয়েছিলেন প্রবীণ রাজনীতিবিদ৷ আর তৃণমূল বিরোধিতায় রাজ্যস্তরে বিজেপির সঙ্গে তলে তলে হাত মেলানোর খবরও কানে পৌঁছেছিল নির্ঘাত৷ ভোটপর্ব চলাকালীন তৃণমূল, বিজেপিকে ‘গরম কড়াই’ আর ‘জ্বলন্ত উনুন’এর সঙ্গে তুলনা করেছিলেন৷ এমনকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে বলেছেন, উনি বিজেপি বিরোধী৷ সবমিলিয়ে, আসন্ন নির্বাচনী ফলাফলের আঁচ এখনই টের পেয়ে গিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য৷ তাই সেই প্রক্রিয়াতেই অংশ নিলেন না!        

The post ভোট দিলেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী, অসুস্থতার আড়ালে ভিন্ন বিশ্লেষণ রাজনৈতিক মহলের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement