shono
Advertisement

মাটি খোঁড়ার যন্ত্রের ধাক্কা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোহালির এক বহুতল

ধ্বংসস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। The post মাটি খোঁড়ার যন্ত্রের ধাক্কা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোহালির এক বহুতল appeared first on Sangbad Pratidin.
Posted: 05:01 PM Feb 08, 2020Updated: 05:15 PM Feb 08, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল একটি বহুতল। পাঞ্জাবের মোহালির দুর্ঘটনার জেরে বহু মানুষ ধ্বংসস্তূপ আটকে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। এখনও প্রাণহানির কোনও খবর নেই।

Advertisement

শনিবার দুপুরে মোহালির খার-ল্যান্ডরান রোডের একটি নির্মাণকাজ চলছিল। মাটি খোঁড়ার যন্ত্রের ধাক্কায় পাশের চারতলা একটি বাড়ির দেওয়াল প্রথমে ভাঙে। তারপর গোটা বাড়িটাই তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়তে থাকে। অনেকে আটকে পড়েন সেই ভাঙা বাড়ির মধ্যে। সঙ্গে সঙ্গে খবর পৌঁছয় দমকল বাহিনীর কাছে। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডাকা হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। এনডিআরএফ-এর কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনকে উদ্ধার করা গিয়েছে। তাঁদের অল্পবিস্তর চোট থাকায় পাঠানো হয়েছে হাসপাতালে। তবে এখনও চার থেকে পাঁচ জন আটকে রয়েছেন বলে খবর। যাদের মধ্য়ে একজন আবার জেসিবি অপারেটর।

[আরও পড়ুন: প্রতিশ্রুতি পূরণের জন্য কেজরিকে সংবর্ধনা দিক মোদি-শাহ, দলীয় মুখপত্রে খোঁচা শিব সেনার]

খার মহকুমা শাসক হিমাংশু জৈন জানিয়েছেন, ” মাটির নিচে বেসমেন্ট তৈরির জন্য জেসিবি দিয়ে মাটি খোঁড়ার কাজ চলছিল। তাতেই দুর্ঘটনা ঘটেছে। একটি কমার্শিয়াল বিল্ডিংয়ের একটা দিক ভেঙে পড়েছে। তবে হতাহতের কোনও খবর নেই এখনও।” ঘটনার জন্য তাঁরা কাজে নিযুক্ত নির্মাণ সংস্থার উপরই দায় চাপিয়েছেন। সকলকে যত দ্রুত সম্ভব উদ্ধার করতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন এনডিআরএফ কর্মীরা। 

[আরও পড়ুন: ‘সংবিধান বাঁচানোর নির্বাচন’, বিজেপিকে জবাব দিতে ভোটারদের লম্বা লাইন শাহিনবাগে]

The post মাটি খোঁড়ার যন্ত্রের ধাক্কা, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল মোহালির এক বহুতল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement