shono
Advertisement

বুলেটপ্রুফ কাচের দেওয়ালে মুড়ে ফেলা হচ্ছে আইফেল টাওয়ারকে

বুলেটপ্রুফ কাচের দেওয়ালে ঢেকে দেওয়া হবে প্যারিসের এই ঐতিহ্যকে৷
Posted: 02:45 PM Feb 11, 2017Updated: 09:15 AM Feb 11, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত দু’বছরে বিভিন্ন সময় সন্ত্রাস হামলায় রক্তাক্ত হয়েছে প্যারিস৷ সে সন্ত্রাসের আঁচ যাতে আইফেল টাওয়ারে না পড়ে তার জন্য এবার ব্যবস্থা নেওয়া হল৷ বুলেটপ্রুফ কাচের দেওয়ালে ঢেকে দেওয়া হবে প্যারিস তথা বিশ্বের এই ঐতিহ্যকে৷

Advertisement

মোদি স্নানঘরে উঁকি মারতে ভালবাসেন, পাল্টা কটাক্ষ রাহুলের

আইফেল টাওয়ার প্যারিসের ঐতিহ্য৷ সন্ত্রাসের আঁচড় সেখানে লাগুক তা কোনওভাবেই অভিপ্রেত নয়৷ আর তাই এবার সতর্ক হল প্যারিস সরকার৷ টাওয়ারের উত্তর ও দক্ষিণ দিক থেকে উঠছে এই কাচের দেওয়াল৷ বুলেটপ্রুফ এই দেওয়ালের উচ্চতা হবে আড়াই মিটার৷ টাওয়ারের পূর্ব ও পশ্চিম দিক আগেই ঘিরে রাখা হয়েছিল৷ এবার তা বদলে ফেলা হচ্ছে অর্নেট ফেন্সিংয়ে৷

পুরো প্রকল্পে খরচ হচ্ছে ২০ মিলিয়ন ইউরো৷ সন্ত্রাস রোখার পাশাপাশি আরও একটি উদ্দেশ্য অবশ্য আছে৷ অনেক পর্যটকই টাওয়ারের সামনে গিয়ে ছবি তুলতে যান৷ সেক্ষেত্রে পর্যটকের ভিড় বাড়লে টাওয়ার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে৷ অন্যভাবে আটকালে অনেকেই আবার টাওয়ার দেখতে পাবেন না৷ এই অসুবিধা দূর করতেও কাচের দেওয়ালের কথা ভাবা হয়েছে৷

বিশ্বের সবথেকে বড় অনলাইন পরীক্ষা নিল ভারতীয় রেল

তবে সবার উপরে আছে সন্ত্রাস প্রসঙ্গ৷ ২০১৫ সাল থেকেই সন্ত্রাসীদের টার্গেটে আছে প্যারিস৷ আর তাই কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্যারিস প্রশাসন৷ তাই দুদিক রক্ষা করেই এই কাচের দেওয়ালের ভাবনা ভাবা হয়েছে৷

তেজ বাহাদুরের ফেসবুকে বহু পাকিস্তানি বন্ধু, নজর গোয়েন্দাদের

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement