সঞ্জিত ঘোষ, নদিয়া: ছুটির দিনের সকালে ভয়াবহ বাস দুর্ঘটনা। কৃষ্ণনগর ৩৪ নম্বর জাতীয় সড়কের মায়াপুর মোড়ে একটি বাসকে পিছন থেকে ধাক্কা মারে ষোলো চাকার মালবোঝাই লরি। হাত কেটে গুরুতর আহত এক ব্যক্তি। দুর্ঘটনায় আহত কমপক্ষে ২৫ জন।
আজ, রবিবার সকালে মায়াপুর মোড়ের কাছে হঠাৎ কান ফাটানো আওয়াজ শোনেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মায়াপুরের দিক থেকে বাসটি কৃষ্ণনগরের দিকে যাচ্ছিল। বাসের চালক কোনও দিক না দেখেই জাতীয় সড়কে গাড়ি তুলে দেন। সেই সময় পেছন থেকে আসা পাথর বোঝাই ১৬ চাকার একটি লরি ধাক্কা মারে বাসে। আর সেই ধাক্কায় পাশের খাদে গিয়ে পড়ে বাস।
যাত্রীবোঝাই বাসটির ২৫ জন যাত্রী ওই দুর্ঘটনায় আহত হন। হাত কেটে যায় এক ব্যক্তির। তাঁর নাম আমাল শেখ। বয়স ৪০। তিনি চন্দনপুর নাকাশিপাড়া থানা এলাকার বাসিন্দা। আহত আমাল শেখকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে।এক প্রত্যক্ষদর্শী তাপস ঘোষ বলছেন, “আমরা এখানে বাজার করে দাঁড়িয়েছিলাম। হঠাৎই বিকট আওয়াজ শুনতে পাই। বাস চালক কোনও দিক খেয়াল না করে জাতীয় সড়কে চলে আসেন। পিছনে থেকে আসা মাল বোঝাই একটি লরি সজোরে ধাক্কা মারে সেটাতে। আর এই ধাক্কায় বাসের পিছনের অংশ দুমড়ে যায়”।