shono
Advertisement

সাতসকালে নৃশংস হত্যাকাণ্ড উত্তর দিনাজপুরে! বালি ব্যবসায়ীর ঘরে ঢুকে কুপিয়ে খুন

নতুন বালি খাদানে নিয়ে সমস্যা চলছিল কয়েকদিন ধরে, জানিয়েছেন মৃতের স্ত্রী।
Posted: 02:46 PM Jan 02, 2024Updated: 03:08 PM Jan 02, 2024

শংকরকুমার রায়, রায়গঞ্জ: সাতসকালে নৃশংস খুনের ঘটনায় উত্তেজনা উত্তর দিনাজপুরের (North Dinajpur) চিতলঘাটা গ্রামে। বাড়ির গেট খুলে সোজা ড্রয়িং রুমে ঢুকে ধারালো অস্ত্রের কোপে ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর দিনাজপুরের হফতিয়াগছ পঞ্চায়েতের চিতলঘাটার এই ঘটনায় এলাকায় ব্যাপক শোরগোল। মৃত একরামুল হকের বয়স ৩৪ বছর। বালি ব্যবসার সঙ্গে যুক্ত।

Advertisement

মঙ্গলবার সকালে তখন বাড়ির লোকজন ঘুমোচ্ছিলেন। বাইরের ঘরে ছিলেন একরামুল হক। আচমকাই গেট খুলে সোজা ড্রয়িংরুমে ঢোকে দুষ্কৃতীরা। ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে (Stab)থাকে একরামুলকে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকেন তিনি। চিৎকার শুনে ভিতরের ঘর থেকে ছুটে আসেন তাঁর স্ত্রী। এসেই স্বামীর রক্তাক্ত দেহ দেখে একেবারে থমকে যান। তার পর তিনি প্রতিবেশীদের ডাকেন। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

[আরও পড়ুন: বছরের দ্বিতীয় দিনে ফিরল শীতের আমেজ, ভিজতে পারে ৫ জেলা]

জানা গিয়েছে, মৃত একরামুল বালি বিক্রির ব্যবসার সঙ্গে যুক্ত। পরিবার সূত্রে দাবি,গত সপ্তাহ থেকে বালি খাদান নিয়ে সমস্যা চলছিল একরামুলের সঙ্গে। সোমবার রাতে বালি খাদান নিয়ে বৈঠকে গিয়েছিলেন তিনি। আর সকালে ড্রয়িংরুমে ঢুকে তাঁকে খুন করা হল।  নিহতের স্ত্রীর অভিযোগ,” স্বামীকে বেশ কিছুদিন ধরে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল।” মৃতের ভাই আনোয়াল আলমের দাবি, ”সকালে বাবা নমাজ পড়তে বেরিয়েছিলেন। ফিরে দাদার বাড়িতে গিয়ে দেখেন এই অবস্থা। কারা খুন করল আমরা জানি না। তবে এখানে নতুন একটা ঘাট হয়েছে। সেই ঘাট থেকে বালি তোলা নিয়ে সমস্যা চলছিল। তার জন্য খুন কিনা, বোঝা যাচ্ছে না। থানায় অভিযোগ করব।”

[আরও পড়ুন: বগটুইয়ের ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালনের মৃত্যু]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার