রংবেরংয়ের উড়ন্ত প্রজাপতি! দেখা মিলবে কালিম্পংয়ের বাটারফ্লাই ওয়াচিং ক্যাম্পে
নানা ধরনের মথও দেখতে পাবেন ওই ক্যাম্পে।
Tap to expand
হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের উদ্যোগে এবং কালিম্পং ফরেস্ট ডিভিশনের সহযোগিতায় কালিম্পংয়ের লোয়ার সুনতালা খোলায় শুরু হল প্রজাপতি ও মথ ওয়াচিং ক্যাম্প।
Tap to expand
প্রথম ক্যাম্পটি হয় বক্সায়। দ্বিতীয় ক্যাম্পটি হল কালিম্পংয়ে। ক্যাম্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে মোট ২৫ জন যোগ দিয়েছেন।
Tap to expand
ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু, বনদপ্তরের পিসিসিএফ উজ্জ্বল ঘোষ, প্রজাপতি বিশেষজ্ঞ যুধাজিত দাশগুপ্ত, শিবুন ভৌমিক-সহ অন্যান্যরাও অংশ নেন।
Tap to expand
ন্যাফের কো-অর্ডিনেটর অনিমেষ বসু বলেন, জীববৈচিত্র্যে প্রজাপতি এবং মথের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
Tap to expand
কত ধরনের প্রজাপতি এবং মথ রয়েছে, তা দেখা যাবে ওয়াচিং ক্যাম্পে।
Published By: Sayani SenPosted: 08:50 PM May 01, 2022Updated: 08:51 PM May 01, 2022
নানা ধরনের মথও দেখতে পাবেন ওই ক্যাম্পে।