সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একধাক্কায় প্রায় ১ হাজার কর্মীকে ছাঁটাই করল বেঙ্গালুরুর সংস্থা বাইজুস (Byju’s)। তবে এই ছাঁটাই সরাসরি হয়নি। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, ছাঁটাই হওয়া কর্মীদের বলা হয় ইস্তফা দিতে।
জানিয়ে দেওয়া হয়, কাল থেকে আর তাঁদের আসতে হবে না। দিয়ে দেওয়া হবে দু’মাসের বেতন। স্বাভাবিক ভাবেই এমন সিদ্ধান্তে ভেঙে পড়েন কর্মীরা। ভাইরাল হয়েছে এক কর্মীর বক্তব্য। তিনি জানিয়েছেন, ৮-১০ ঘণ্টার অফিস আওয়ার পেরিয়ে প্রায় সারাদিনই তিনি কাজ করে গিয়েছেন। তবুও তাঁকে ছেঁটে ফেলতে বিন্দুমাত্র ভাবেনি তাঁর সংস্থা।
[আরও পড়ুন: কেষ্টপুরে জোড়া দেহ উদ্ধারে গ্রেপ্তার ৫, পাওনা টাকার জন্য চাপ দিতেই অপমানে আত্মহত্যা?]
ওই কর্মী জানিয়েছেন, সংস্থার জন্য সব সময়ই তিনি ‘অ্যাভলেবল’ ছিলেন। ৮ থেকে ১০ ঘণ্টার জন্য অফিসে থাকতে হলেও তারপরও তিনি যখন প্রয়োজন তখন কাজ করে গিয়েছেন। অর্থাৎ ২৪x৭ তিনি দিয়েছিলেন সংস্থাকে। এবং তাঁর কাজ নিয়ে কোনও রকম অভিযোগ ছিল না বাইজুসের।
তবুও এই ভাবে ছাঁটাই হয়ে তাঁর হতাশায় ভরা মন্তব্য, ”আমি তো বুঝতেই পারলাম না আমার দোষটা কোথায়। আমি কখনওই ৮-১০ ঘণ্টার জন্য কাজ করিনি। সব সময়ই সংস্থাকে ২৪x৭ সময় দিয়েছি। কিন্তু আমাকে জানানো হল রাতারাতি ইস্তফা দিতে!” উল্লেখ্য, এর আগে টুইটার, ফেসবুক, মাইক্রোসফট, আমাজন-সহ বিভিন্ন সংস্থা খরচ কমাতে দফায় দফায় হাজার হাজার কর্মী ছাঁড়াই করেছে। এবার সেই পথেই হাঁটল বাইজুসও।