সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের বিকেলে ফের যাদবপুরের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। স্থায়ী উপাচার্য না থাকার কারণেই পরিস্থিতি জটিল বলে দাবি করলেন তিনি। জানালেন দ্রুতই উপাচার্য সংক্রান্ত সিদ্ধান্ত জানাবেন তিনি।
যাদবপুরে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় চলছে রাজ্যজুড়ে। ঘটনার ২৪ ঘণ্টা পেরনোর আগেই বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন রাজ্যপাল। কথা বলেছিলেন ছাত্র-ছাত্রীদের সঙ্গে। তারপর বেশ কয়েকটা দিন পেরিয়েছে। গ্রেপ্তার হয়েছে তিন অভিযুক্ত। বারবার উঠে আসছে ছাত্রদের দাদাগিরির কথা। তবে রেজিস্ট্রার, হস্টেল সুপার-সহ কর্তৃপক্ষকেও দায়ী করা হচ্ছে। এবার রাজ্যপাল পরিস্থিতির জটিলতার জন্য স্থায়ী উপাচার্য না থাকাকেই দায়ী করলেন।
[আরও পড়ুন: খুনের আসামি ধরা থেকে মানবিকতার নজির, ভারতীয় পুলিশ পদক পাচ্ছেন পুরুলিয়ার জয়ন্ত]
এদিন বিকেলে সংবাদমাধ্যমে সিভি আনন্দ বোস বলেন, “স্থায়ী উপাচার্য না থাকার কারণেই পরিস্থিতি এত জটিল। আমি দ্রুত উপাচার্য সংক্রান্ত ভাল খবর দিতে পারব বলে আশা রাখছি।” প্রসঙ্গত, যাদবপুর কাণ্ডে প্রকাশ্যে এসেছে চ্যাটের স্ক্রিন শট। সেখানে দাবি করা হয়েছে, ঘটনার দিন ছাত্র পড়ে যাওয়ার পর তাঁর চিকিৎসার ব্যবস্থা না করে বৈঠক করা হয়। সেখানেই ঠিক হয় পরবর্তী পদক্ষেপ। তারপর থেকেই গা ঢাকা দেয় মাস্টারমাইন্ড দুই ছাত্র নেতা আলু ও সৈকত। এবার তাঁদের খোঁজে পুলিশ।