shono
Advertisement
Calcutta Football League

কাস্টমসকে হাফ ডজন গোলের মালা, কলকাতা লিগের শীর্ষে অপ্রতিরোধ্য ভবানীপুর

কলকাতা লিগে জয়ের হ্যাটট্রিক ভবানীপুরের।
Published By: Arpan DasPosted: 05:06 PM Aug 23, 2024Updated: 05:26 PM Aug 23, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে ছুটছে ভবানীপুর ক্লাবের জয়রথ। ক্যালকাটা কাস্টমসকে গোলের মালা পরিয়ে ম্যাচ জিতে নিলেন আজহারউদ্দিন মল্লিকরা। তাঁরা জিতলেন ৬-০ গোলে। ভবানীপুরের হয়ে একটি করে গোল জোজো, শিবিন, আজহারউদ্দিন, জিতেন মুর্মুর। জোড়া গোল করেন দীপ সাহা।

Advertisement

নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে ম্যাচের ১৫ মিনিটেই ভবানীপুরকে এগিয়ে দেন জোজো। রিজওয়ানের দূরপাল্লার শট প্রতিহত করেন কাস্টমসের গোলকিপার। কিন্তু বক্সের মধ্যে অপেক্ষা করছিলেন জোজো। ফাঁকা গোলে বল ঠেলে দিতে ভুল করেননি তিনি। দ্বিতীয় গোল পাওয়ার জন্য যদিও অপেক্ষা করতে হল ৪৪ মিনিট পর্যন্ত। প্রায় একক দক্ষতায় কাস্টমসের বক্সে ঢুকে যান বীরেন। তাঁকে আটকাতে ফাউল করলে পেনাল্টি পায় ভবানীপুর। সেখান থেকে গোল করে যান দীপ সাহা।

[আরও পড়ুন: পন্থই পয়লা নম্বর ‘মহাশত্রু’, বর্ডার-গাভাসকর ট্রফির উত্তাপ বাড়িয়ে বক্তব্য হেডেনের]

দ্বিতীয়ার্ধে একতরফা ফুটবল খেলল ভবানীপুর। ৬০ মিনিটে কর্নার থেকে গোল করেন শিবিন। যদিও সেক্ষেত্রে ফ্লাইট মিস করেন কাস্টমসের গোলকিপার শুভম সেন। পরের গোল ঠিক ৩ মিনিটের মাথায়। এবার গোলের কারিগর জোজো। দুরন্ত থ্রু বল বাড়িয়ে দেন আজহারউদ্দিনের পায়ে। সেখান থেকে জাল জড়িয়ে দেন আজহার। বাঁ পায়ের ভলিতে দলের পঞ্চম গোলটি করেন জিতেন। ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোল ও দলের ষষ্ঠ গোলটি করেন দীপ।

[আরও পড়ুন: টেস্ট ক্রিকেটের ইতিহাসে ফিরছে বিরল ঘটনা, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৬ দিনের ম্যাচ খেলবে শ্রীলঙ্কা]

৬-০ গোলে ম্যাচ জিতে ইস্টবেঙ্গলকে টপকে লিগ শীর্ষে উঠে এল ভবানীপুর। দুদলের পয়েন্ট সমান। যদিও একটি ম্যাচ কম খেলেছে লাল-হলুদ বাহিনী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে ছুটছে ভবানীপুর ক্লাবের জয়রথ।
  • ক্যালকাটা কাস্টমসকে গোলের মালা পরিয়ে ম্যাচ জিতে নিলেন আজহারউদ্দিন মল্লিক।
  • ভবানীপুরের হয়ে একটি করে গোল জোজো, শিবিন, আজহারউদ্দিন, জিতেন মুর্মুর। জোড়া গোল করেন দীপ সাহা।
Advertisement