shono
Advertisement
Calcutta Football League

কালীঘাটের বিরুদ্ধে চার গোলে বড় জয়, কলকাতা লিগে শীর্ষস্থান ধরে রাখল ইস্টবেঙ্গল

লিগের অন্য ম্যাচে বড় জয় পেল ভবানীপুরও।
Published By: Arpan DasPosted: 05:02 PM Aug 17, 2024Updated: 07:16 PM Aug 17, 2024

ইস্টবেঙ্গল: ৪ (জেসিন, ভনসপাল ২, আজাদ)
কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন: ০

Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে (Calcutta Football League) ছুটছে ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া। কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে উড়িয়ে লিগে অপরাজিত রইল লাল-হলুদ বাহিনী। শুধু জয় নয়, একের পর এক বিশ্বমানের গোলও উপহার দিলেন আজাদ, ভনসপালরা। বিনো জর্জের দল জিতল ৪-০ গোলে।

ঘরের মাঠে ম্যাচের শুরু থেকেই রাশ ছিল ইস্টবেঙ্গলের হাতে। জেসিন টিকেদের আক্রমণে সেভাবে মাথা তুলতে পারেনি কালীঘাট। যার সুফল মিলল ম্যাচের ২৬ মিনিটে। তন্ময় দাসের কর্নার থেকে ভেসে আসা বল হেডে বিপক্ষের জালে জড়িয়ে দিলেন জেসিন। প্রথমার্ধে এক গোলের লিড নিয়েই ড্রেসিংরুমে ফিরে যায় ইস্টবেঙ্গল।

[আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে টিম ইন্ডিয়া? জয় শাহের বক্তব্যে চাপে পিসিবি]

যদিও আসল খেলা দেখা যায় দ্বিতীয়ার্ধে। ৫৬ মিনিটে দুরন্ত গোল ভনসপালের। বক্সের বাইরে থেকে দূরপাল্লার শটে গোল করে যান তিনি। বিচ্ছিন্নভাবে কয়েকটি আক্রমণ শানালেও কালীঘাটের ম্যাচে ফেরার আশা ওখানেই শেষ হয়ে যায়। তার পর আরও একটি বিশ্বমানের গোল উপহার দেয় ইস্টবেঙ্গল। এবার নায়ক আজাদ। বক্সের বাঁদিক থেকে তাঁর বাঁকানো শট শরীর ছুঁড়েও আটকাতে পারেনি কালীঘাটের গোলকিপার। ৮০ মিনিটে ভনসপালের আরও একটি গোলে ম্যাচ পকেটে ভরে নেয় লাল-হলুদ বাহিনী।

[আরও পড়ুন: বড়সড় সংস্কারের পথে বাংলাদেশ ক্রিকেট, পদত্যাগ করতে পারেন বোর্ড সভাপতি পাপন]

এই জয়ের ফলে কলকাতা লিগের শীর্ষেই রইল ইস্টবেঙ্গল। দ্বিতীয় স্থানে থাকা ভবানীপুরও জিতল এদিন। ইস্টার্ন রেলওয়েকে তারাও হারাল ৪-০ গোলে। প্রথমার্ধে তারা ২-০ গোলে এগিয়ে ছিল। গোল করেন রিজওয়ান সৌকথ ও মদন মাণ্ডী। দ্বিতীয়ার্ধে গোল করেন দীপ ও বাসুদেব মাণ্ডী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে ছুটছে ইস্টবেঙ্গলের অশ্বমেধের ঘোড়া।
  • কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোশিয়েশনকে উড়িয়ে লিগে অপরাজিত রইল লাল-হলুদ বাহিনী।
  • শুধু জয় নয়, একের পর এক বিশ্বমানের গোলও উপহার দিলেন আজাদ, ভনসপালরা।
Advertisement