shono
Advertisement
Mohammedan SC

কলকাতা লিগে বিএসএসের সঙ্গে ড্র মহামেডানের, পয়েন্ট নষ্ট করেই চলেছে সাদা-কালো শিবির

গোলশূন্য ভাবে শেষ হল মহামেডান-বিএসএসের ম্যাচ।
Published By: Anwesha AdhikaryPosted: 05:04 PM Aug 10, 2024Updated: 05:18 PM Aug 10, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতা লিগে পয়েন্ট নষ্ট করেই চলেছে মহামেডান। এদিন কল্যাণী স্টেডিয়ামে বিএসএসের সঙ্গে গোলশূন্য ড্র করল সাদা-কালো শিবির। আগের ম্যাচে ডায়মন্ড হারবারের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছিল। কিন্তু এদিন গোলের মুখ খুঁজেই পেলেন না মহীতোষরা। যেভাবে মহামেডান পয়েন্ট নষ্ট করে চলেছে, তাতে শেষ ছয়ের আশা নিয়ে প্রশ্ন উঠেই যাচ্ছে। 

Advertisement

খেলা চলাকালীন বার বার মনে হচ্ছিল ক্লান্তি তাদের গ্রাস করেছে। ডুরান্ডে বেঙ্গালুরুর কাছে ৩-২ গোলে হেরেছিল। এদিনও ড্র করেই থামতে হল মহামেডানকে। ৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ১৫ পয়েন্ট। গতবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন হয়েছিল সাদা-কালো শিবির। কিন্তু এবার মরশুমের শুরু থেকেই যেন সেই কামড়টাই নেই তাদের। তার ফল ভুগতে হল বিএসএসের সঙ্গেও। 

[আরও পড়ুন: রুপোর পদক পাবেন ভিনেশ? আজ রাতেই ভাগ্যনির্ধারণ ভারতীয় কুস্তিগিরের

ম্যাচের ১০ মিনিটেই গোলের সুযোগ এসে গিয়েছিল মহামেডানের লালথানকিমা। কিন্তু গোলপোস্টের অনেক উপর দিয়ে বল উড়িয়ে দেন তিনি। তার বাইরেও কয়েকটি সুযোগ পেয়েছিল। কিন্তু ভেদশক্তির অভাব বার বার চোখে পড়ছিল। ফলে প্রথমার্ধে ৮টি শট নিয়েও গোলমুখী শট ছিল শূন্য। সেখানে বিএসএসও ৪টি শট মেরেছিল। স্বাভাবিকভাবেই আশা করা গিয়েছিল দ্বিতীয়ার্ধে আরও মরিয়া হয়ে মাঠে নামবেন দীপুরা। কিন্তু দুই উইং দিয়ে একাধিক আক্রমণ করেও গোলের মুখ খুলতে পারল না মহামেডান। বিএসএস ডিফেন্সের ফাঁদে আটকে গেলেন মহীতোষরা। শেষ পর্যন্ত গোলশূন্য ভাবে শেষ হল মহামেডান-বিএসএস ম্যাচ। 

[আরও পড়ুন: ইউরোর পর অলিম্পিক, ফ্রান্সকে হারিয়ে ফের চ্যাম্পিয়ন স্পেন

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কলকাতা লিগে পয়েন্ট নষ্ট করেই চলেছে মহামেডান।
  • এদিন কল্যাণী স্টেডিয়ামে বিএসএসের সঙ্গে গোলশূন্য ড্র করল সাদা-কালো শিবির।
  • আগের ম্যাচে ডায়মন্ড হারবারের সঙ্গে শেষ মুহূর্তের গোলে হার বাঁচিয়েছিল।
Advertisement