সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুম্যাচ পর গোল পেলেন লিওনেল মেসি। কিন্তু তাতেও জয়ের দেখা পেল না ইন্টার মিয়ামি। বরং আটলান্টার কাছে ৩-২ গোলে হেরে মেজর লিগ সকারের প্লে অফ থেকে বিদায় নিল মেসি-সুয়ারেজের দল। দুদলের আগের দুটি ম্যাচ থেকে অমীমাংসিত থেকে যায় ফলাফল। তৃতীয় ম্যাচে জিতে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল সাপোর্টার্স শিল্ড জয়ী মিয়ামির। কিন্তু ব্যর্থ হল মেসির দল।
১৭ মিনিটে মিয়ামিকে এগিয়ে দিয়েছিলেন মাতিয়াস রোহাস। সেটার নেপথ্যেও ছিল মেসির অবদান। আর্জেন্টিনার তারকার দুরন্ত শট কোনও রকমে আটকে দেন আটলান্টার গোলকিপার। পিছনে থেকে উঠে এসে গোল করে যান রোহাস। কিন্তু তার পরের মুহূর্তেই বিপর্যয়। ১৯ ও ২১ মিনিটে পর পর দুগোল হজম করে ইন্টার মিয়ামি। ডিফেন্সের ফাঁকফোকর গলে আচমকাই বল চলে আসে আটলান্টার জামাল থিয়ারের কাছে। তাঁর জোরালো শট মিয়ামির গোলকিপার ক্যালেন্ডারকে পরাস্ত করে জালে জড়িয়ে যায়।
দুমিনিটের মধ্যে ফের ধাক্কা খায় মেসির দল। মাঝমাঠ থেকে ভেসে আসা থ্রু বল চলে আসে মিরানচুকের কাছে। তিনি বল বাড়িয়ে দেন থিয়ারের পায়ে। মিয়ামির মাঝমাঠ-রক্ষণ তখন অসহায়ের মতো দাঁড়িয়ে। সেই বল ধরে ফের গোল করে যান থিয়ারে। দ্বিতীয়ার্ধে জ্বলে উঠলেন মেসি। একের পর আঘাত হানল ইন্টার মায়ামিও। কিন্তু অসাধারণ গোলকিপিংয়ে বেকহ্যামের দলকে ক্রমশ হতাশ করেন আটলান্টার ব্র্যাড গুজান। তার মাঝেই ৬৫ মিনিটে হেড থেকে সমতা ফেরান মেসি। তার পরই গুজানের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েন সুয়ারেজ-আলবারা। খেলা কিছুক্ষণ বন্ধ থাকে।
মেসির গোলেও অবশ্য শেষরক্ষা হল না। ৭৬ মিনিটে প্রায় অরক্ষিত অবস্থায় গোল করে যান আটলান্টার বার্তোস সিলজ। সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয়। ৩-২ গোলে ম্যাচ জিতে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে চলে গেল আটলান্টা। অন্যদিকে দ্বিতীয় মরশুমেও এমএলএস কাপ জয়ের স্বপ্ন অপূর্ণ থেকে গেল মেসির জন্য।