shono
Advertisement

‘সুপ্রিম’নির্দেশে তৎপরতা, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে প্রাথমিকের ২টি মামলার নথি তলব

নথি তলব করলেন কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর।
Posted: 01:12 PM May 01, 2023Updated: 03:23 PM May 01, 2023

গোবিন্দ রায়: সুপ্রিম কোর্টের নির্দেশের পরই তৎপর কলকাতা হাই কোর্ট। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি সংক্রান্ত দু’টি মামলার নথি তলব করল ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দপ্তর। ওই দু’টি মামলা এবার কোন বিচারপতি শুনবেন, তা সম্ভবত স্থির হতে পারে মঙ্গলবার।

Advertisement

নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও না কোনও মামলা থেকে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সরছেন তা জানা যায় গত ২৮ এপ্রিলের আগেই। তবে সবকটি নাকি কোনও নির্দিষ্ট মামলা থেকে সরছেন বিচারপতি তা নিয়ে যথেষ্ট সংশয় ছিল। সন্ধেয় সুপ্রিম কোর্টের নির্দেশনামা সামনে আসার পর জানা যায় প্রাথমিকের দু’টি মামলা থেকে সরছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

[আরও পড়ুন: ‘এটা কোনও বাহাদুরির কাজ নয়’, মেয়ের গ্রেপ্তারিতে ইডিকে তুলোধনা অনুব্রতর]

সেই নির্দেশের তিনদিনের মাথায়, সোমবার রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে সৌমেন নন্দী এবং রমেশ মালিকের মামলার নথি চেয়ে পাঠালেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মামলা দু’টির বিচারপতি স্থির হওয়ার সম্ভাবনা। কোন বিচারপতির এজলাসে ওই মামলা দু’টি যায়, সেটাই এখন দেখার।

[আরও পড়ুন: রাজ্যে পুরনো গাড়ি কেনাবেচায় নতুন নিয়ম পরিবহণ দপ্তরের, জেনে নিন খুঁটিনাটি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement