সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ষণের অভিযোগকারী মহিলার বাড়িতে মাঝরাতে হাজির পুলিশ। এমনকী, হোয়াটস অ্যাপেও কল করা হয়েছিল মহিলাকে। তাও আবার মাঝরাতে। এই ঘটনায় কলকাতা পুলিশের দুই থানার আইসিকে জরিমানা করল হাই কোর্ট।
এক মহিলা গণধর্ষণের অভিযোগ করেছিলেন লেক ও নরেন্দ্রপুর থানায়। সেই মামলা চলছিব আলিপুর আদালতে। মামলা চলাকালীন এজলাসে দাঁড়িয়ে এক ব্য়ক্তির দিকে আঙুল তোলেন। বলেন, ওই ব্যক্তি মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। বিচারক সেই ব্য়ক্তিকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু পুলিশ তাঁকে ছেড়ে দিয়ে উলটে নোটিস পাঠায়। বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করে ফের আদালতের দ্বারস্থ হন তিনি।
[আরও পড়ুন: কোথায় হাজার সভা? সংগঠনের দুর্বলতা ঢাকতে বিজেপির ঢাল ‘বৃষ্টি’]
সেই মামলায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দেওয়ার নোটিস দিতে মাঝরাতে অভিযোগকারী মহিলার বাড়িতে হাজির হয় পুলিশ। এমনকী, হোয়াটস অ্যাপে রাতে ফোনও করা হয়। এই ঘটনায় লেক থানা ও নরেন্দ্রপুর থানার আইসিকে জরিমানা করলেন বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ। তাঁদের দুজনকেই লিখিতভাবে ওই মহিলার কাছে ক্ষমতা চাইতেও বলেন। প্রকাশ্যে দুই ওসির ভূমিকার তীব্র নিন্দাও করেছেন বিচারপতি।