গোবিন্দ রায়: কালিয়াগঞ্জে নাবালিকা ‘ধর্ষণ ও খুন’ মামলায় সিট গঠনের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এবার সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ডিভিশন বেঞ্চ। জুলাই মাসে মামলার পরবর্তী শুনানি হতে পারে।
উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ছাত্রীমৃত্যুর ঘটনা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছিল রাজ্য রাজনীতিতে। সিবিআই (CBl) তদন্তের দাবিতে হাই কোর্টে মামলা হয়। বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে মামলাটি চলছে। বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করে দেন তিনি।
[আরও পড়ুন: ভাঙড়ের পর অশান্ত ক্যানিং, মনোনয়ন নিয়ে তৃণমূলের অন্তর্কলহ চরমে, ব্যাট-উইকেট নিয়ে আক্রমণ!]
তিন সদস্যের সিটে রয়েছেন দুঁদে আইপিএস দময়ন্তী সেন, সিবিআইয়ের প্রাক্তন ডিরেক্টর উপেন্দ্রনাথ বিশ্বাস ও রাজ্যের প্রাক্তন আইজি পঙ্কজ দত্ত। এর মধ্য়ে দময়ন্তী সেনকে রাজ্য পুলিশে বদলি করা হয়। এদিক আবার রাজ্যের বিরুদ্ধে সিটকে অসহযোগিতার অভিযোগ উঠছে। এমনকী, তদন্তে সহযোগিতা না করার অভিযোগ তুলে সিবিআইকে তদন্তভার দেওয়ার ইঙ্গিতও দিয়ে রেখেছিলেন তিনি।
এবার বিচারপতি মান্থার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। সেই মামলাতেই বিচারপতি মান্থার নির্দেশে এবার স্থগিতাদেশ জারি করল আদালত।