অর্ণব আইচ: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার পার্থ ঘনিষ্ঠ আরও এক এজেন্ট। এবার সিবিআইয়ের জালে সেই সন্তু গঙ্গোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার উঠে এসেছে সন্তুর নাম। তল্লাশি চলে তাঁর বাড়িতেও। এমনকী যুবককে জিজ্ঞাসাবাদও করেছে সিবিআই। চার্জশিটেও নাম ছিল তাঁর।
আদালতের নির্দেশে দীর্ঘদিন ধরে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। পার্থ চট্টোপাধ্যায়-সহ প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। হুগলির ব্যবসায়ী অয়ন শীলকে গ্রেপ্তারে পর উঠে এসেছিল পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ সন্তু গঙ্গোপাধ্যায়ের নাম। এর পর তাঁর বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। দীর্ঘক্ষণ চলে তল্লাশি। পরবর্তীতে তাঁকে একাধিকবার জেরাও করা হয়। সোমবার তাঁকে গ্রেপ্তার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।
ইডির দাবি, এজেন্ট হিসাবে বিভিন্ন জেলার এজেন্টদের কাছ থেকে সন্তু গঙ্গোপাধ্যায় কয়েক কোটি টাকা তুলেছেন। ২০১২ ও ২০১৪ সালে টেট পরীক্ষার্থীদের কাছ থেকে ৪৫ কোটি টাকা তুলেছিলেন অভিযুক্ত অয়ন শীল। এর মধ্যে ২৬ কোটি ৩০ লক্ষ টাকা বেহালার সন্তুকে দেন অয়ন। সেই টাকা ক্রমে পার্থ চট্টোপাধ্যায়ের হাতে পৌঁছয় বলে অভিযোগ। ইডি ও সিবিআইয়েরও অভিযোগ, অয়ন শীল ও পার্থ চট্টোপাধ্যায়ের মধ্যস্থতাকারী হিসাবে কাজ করতেন সন্তু গঙ্গোপাধ্যায়। সিবিআই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পর তদন্ত করেই সন্তু গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাঁর যোগের ব্যাপারে নিশ্চিত হন।