নন্দন দত্ত, বোলপুর: রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে দোলের দিনটা কাটালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁকে কাছে পেয়ে উচ্ছ্বসিত আমজনতা। বিচারপতিকে ভগবানের আসনেও বসালেন শান্তিনিকেতনবাসী।
দিন কয়েক আগেই পুরুলিয়া আদালতের এক অনুষ্ঠানে যেতেই তাঁকে ঘিরে ধরেছিলেন সাধারণ মানুষ। তিনি যেভাবে একের পর এক মামলার রায় দিয়েছেন, তার জন্য তাঁকে প্রশংসায় ভরিয়ে দেন অনুরাগীরা। মঙ্গলবার শান্তিনিকেতনেও অনেকটা একই ছবি চোখে পড়ল। এদিন সাতসকালে শান্তিনিকেতনে পৌঁছে যান বিচারপতি গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। অনেকটা পথ হেঁটে ঘোরেন। তাঁকে কাছ থেকে দেখে আবেগতাড়িত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
[আরও পড়ুন: অন্য খেলায় উন্নতির জন্য ক্রিকেটের সঙ্গে ফারাক কমাতে হবে, দাবি বাংলার শুটার মেহুলির]
এদিন সোনাঝুরি হাট থেকে খোয়াই হাট- সর্বত্রই রঙিন হয়েছিল দোল উৎসবে। বিচারপতি পৌঁছে গিয়েছিলেন রতনপল্লির মাঠে। সাংবাদিকরা তাঁকে নানা রাজনৈতিক প্রশ্ন করলেও এমন উৎসবের দিনে সেসব এড়িয়েই যান তিনি। শুধু বলে দেন, “শান্তিনিকেতনে এসেছি দোল খেলতে। রং খেলব।” প্রায় ঘণ্টাখানেক সেখানে কাটান তিনি। রাস্তার পাশে চায়ের দোকানে বসে চা-ও খান। সাধারণের সঙ্গে কথা বলেন। স্থানীয়দের ছবি তোলার আবদারও মেটান হাসি মুখেই। অনেকেই বলেন, ‘আপনি ভগবান’। বিচারপতিকে দেখেই অন্যায়ের প্রতি গর্জে ওঠার সাহস পাচ্ছেন বলেও জানান অনেকে।
উল্লেখ্য, কলকাতা হাই কোর্টেও সুবিচার পাওয়ার জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মুখাপেক্ষী হতে দেখা গিয়েছে অনেককেই। রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ সরাসরি এসে তাঁর সাহায্য প্রার্থনা করেছেন। অনেক ক্ষেত্রে ফলও পেয়েছেন। এবার দোলে শান্তিনিকেতনেরও মন জয় করলেন তিনি।