shono
Advertisement

‘আর কতদিন ভর্তি থাকবেন প্রভাবশালী অভিযুক্তরা?’, এসএসকেএমের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট

সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় এসএসকেএমের ভূমিকায় প্রশ্ন তোলে ইডি।
Posted: 01:54 PM Jan 04, 2024Updated: 02:43 PM Jan 04, 2024

গোবিন্দ রায়: এসএসকেএমে চিকিৎসাধীন প্রভাবশালীদের স্বাস্থ্য সংক্রান্ত রিপোর্ট হলফনামা দিয়ে জানাতে বলল কলকাতা হাই কোর্ট। বর্তমানে কতজন ভর্তি রয়েছে হাসপাতালে, তাঁদের বর্তমান শারীরিক অবস্থা কেমন, আর কতদিন ভর্তি থাকবেন, তা হলফনামা আকারে জানানোর নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের।

Advertisement

সম্প্রতি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একাধিক মামলায় হাই কোর্টে এসএসকেএমের ভূমিকায় প্রশ্ন তোলে ইডি। পরে এই এসএসকেএম হাসপাতাল নিয়ে জোড়া জনস্বার্থ মামলাও দায়ের হয়। মামলাকারীর দাবি, বিভিন্ন দুর্নীতিতে যুক্ত থাকা ব্যক্তিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকেএম হাসপাতাল।

[আরও পড়ুন: প্রথম স্ত্রীর সামনেই দ্বিতীয় স্ত্রী কিরণকে চুমু, মেয়ের বিয়েতে ভাইরাল আমিরের কীর্তি! হতবাক নেটপাড়া]

ওই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বৃহস্পতিবার এসএসকেএম হাসপাতালের কাছ থেকে রিপোর্ট তলব করে। কোন কোন প্রভাবশালী বা হাইপ্রোফাইল অভিযুক্ত ভর্তি আছেন? তাঁদের কতদিন এবং কী ধরনের চিকিৎসা লাগবে? এই অভিযুক্তদের কতদিন হাসপাতালে থাকতে হবে? হলফনামা আকারে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে এসএসকেএম হাসপাতালকে।

নিয়ম অনুযায়ী জেল থেকে হাসপাতালে আসার পর অভিযুক্তরা সুস্থ হয়ে গেলে তাদের জেলে ফেরত পাঠানো হয়। প্রধান বিচারপতির প্রশ্ন, প্রভাবশালী ব্যক্তিদের জন্য আলাদা ওয়ার্ড তৈরি করা যেতে পারে? শিশুদের জন্য বরাদ্দ বেডে আছেন সুজয়কৃষ্ণ? কেন আছেন? যদিও সরকারি আইনজীবী এদিন কোনও প্রশ্নের জবাব দেননি। “এটা চিকিৎসকরা বলতে পারেন”, বলেই পালটা জানান সরকারি আইনজীবী। আগামী ২৪ জানুয়ারির মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

[আরও পড়ুন: বাগনানে মর্মান্তিক দুর্ঘটনা, বেপরোয়া লরির ধাক্কায় মৃত সাব ইন্সপেক্টর ও হোমগার্ড]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement