shono
Advertisement
Kanpur

মায়ের মৃত্যুর পর লালসার শিকার কন্যা! এক বছর ধরে 'গণধর্ষণ' বাবা-কাকা-দাদুর, অন্তঃসত্ত্বা নাবালিকা

কাকিমাকে বিষয়টি জানালে তিনি আমল দেননি বলেও অভিযোগ।
Published By: Subhankar PatraPosted: 09:06 PM Dec 28, 2024Updated: 09:09 PM Dec 28, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা মারা যাওয়ার পর এক বছর ধরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বাবা, কাকা ও দাদুর বিরুদ্ধে। নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাবালিকার মায়ের সঙ্গে তার বাবার বিচ্ছেদ হয়ে যায় কয়েক বছর আগে। মায়ের সঙ্গে দিল্লি চলে যায় সে। পরে তাকে উত্তরপ্রদেশের বাড়িতে নিয়ে আসে নির্যাতিতার বাবা। গতবছর নাবালিকার মা মারা যায়। অভিযোগ, তারপর থেকে শুরু হয় নির্যাতন। বাবা, কাকা, দাদু মিলে লাগাতার ধর্ষণ করে তাকে। বাধা দিতে গেলে তাকে প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। পুলিশে অভিযোগ জানানোর পর ডাক্তারি পরীক্ষার পর দেখা গিয়েছে সে দুই মাসের অন্তঃসত্ত্বা। নির্যাতনের কথা কাকার স্ত্রীকে বললে তিনি আমল দেননি বলে দাবি। এদিকে, ডিসেম্বর মাসের ২২ তারিখ তাকে খুনের চেষ্টা করা হয় বলে পুলিশকে জানিয়েছে কিশোরী। মাসির বাড়ি পালিয়ে আসে সে। তার সাহায্যে পুলিশে অভিযোগ জানায় নির্যাতিতা।

অতিরিক্ত পুলিশ সুপার অলোক মিশ্রা বলেন, "নির্যাতিতা বাবা, কাকা, দাদুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছে। নাবালিকার বয়ান নথিভুক্ত করা হয়েছে।" ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারা ও পকসো আইনে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মা মারা যাওয়ার পর এক বছর ধরে নাবালিকা লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল বাবা, কাকা ও দাদুর বিরুদ্ধে।
  • নৃশংস ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। তিনজনকেই গ্রেপ্তার করেছে পুলিশ।
  • ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারা ও পকসো আইনে মামলা রজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
Advertisement