shono
Advertisement

আইনসভার বিচার্য বিষয়, পুজো অনুদান মামলা খারিজ কলকাতা হাই কোর্টের

এই মুহূর্তে হস্তক্ষেপ করবে না আদালত৷ The post আইনসভার বিচার্য বিষয়, পুজো অনুদান মামলা খারিজ কলকাতা হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.
Posted: 12:54 PM Oct 10, 2018Updated: 12:59 PM Oct 10, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুজো উদ্যোক্তাদের সরকারি অনুদান দিতে আর কোনও আইনি বাধা নেই৷ জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট৷ হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, পুজো অনুদান মামলায় এই মুহুর্তে হস্তক্ষেপ করবে না আদালত৷ বিষয়টি আইনসভার বিচার্য৷

Advertisement

[ দেবীপক্ষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী, বাড়ল সরকারি কর্মীদের ছুটি]

কলকাতা শহরে ছোটবড় মিলিয়ে প্রায় হাজার তিনেক পুজো হয়৷জেলায় দুর্গাপুজোর সংখ্যা প্রায় ২৫ হাজার৷এ বছর রাজ্যের প্রতিটি পুজো কমিটিকেই ১০ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷অর্থাৎ রাজ্যের প্রায় ২৮ হাজার পুজো কমিটিকে স্রেফ অনুদান দিতে সরকারের খরচ হবে ২৮ কোটি টাকা৷ জনগণের টাকা পুজোর কমিটিকে অনুদান দেওয়া বিরুদ্ধে একটি জনস্বার্থ মামলা হয় কলকাতা হাই কোর্টে৷ পুজোয় অনুদানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিল হাই কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ মঙ্গলবার মামলার শুনানিতে হলফনামা পেশ করে রাজ্য সরকার৷ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘পুজো করার জন্য এই টাকা দেওয়া হচ্ছে না৷ নিরাপত্তার খাতে সরকারে যে আর্থিক বরাদ্দ থাকে, সেখান থেকে সাধারণ মানুষের স্বার্থেই এই অনুদান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে’। সরকারপক্ষের আইনজীবীর আরও বক্তব্য, সরকারের আর্থিক বরাদ্দে অনিয়মে বিষয়টি দেখার জন্য অডিটর জেনারেলকে নিয়োগ করেছেন রাষ্ট্রপতি৷ তাই আর্থিক বরাদ্দ নিয়ে জনস্বার্থ মামলা করাও ঠিক নয়৷ দু’পক্ষে সওয়াল শোনার পর মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুজো অনুদানে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশই বহাল রাখে হাই কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি দেবাশিস করগুপ্তের ডিভিশন বেঞ্চ৷ শেষপর্যন্ত সরকারের বক্তব্যকে মান্যতা দিয়ে মামলাটি খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট।

বুধবার শুনানি হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, অনুদান বিষয়টি আইনসভার বিচার্য৷ তাই এই মুহূর্তে পুজো অনুদান মামলায় হস্তক্ষেপ করবে না আদালত৷ সরকার বিভিন্ন প্রকল্পের অনুদান দিয়ে থাকে৷ সেই প্রক্রিয়া যদি অনিয়মের অভিযোগ ওঠে, তাহলে আদালত হস্তক্ষেপ করতে পারে৷

[বিনোদিনী গার্লস কাণ্ড, উন্মত্ত জনতার হাত থেকে আন্টিদের রক্ষা করল ৪ ছাত্রীই]

The post আইনসভার বিচার্য বিষয়, পুজো অনুদান মামলা খারিজ কলকাতা হাই কোর্টের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement