সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষয়াটে চেহারা। ভেঙে যাওয়া মুখের রেখায় যেন খেলে যাচ্ছে দীর্ঘ সংগ্রামের কাহিনি। চশমার একটা দিক আছে। অন্যদিকে কাচ পর্যন্ত নেই। মাথায় পাগড়ি। এ চেহারা দেখে অনেকে আলাদা করে কিছু ভাবেননি। মহারাষ্ট্রে যখন কৃষক আন্দোলন চলছে তখন এরকম ক্ষয়াটে চেহারার বহু মুখই দেখা যাচ্ছে। কিন্তু এই ব্যক্তি সেখানে আলাদা কেন? আলাদা কারণ তাঁর পরিচয়।
[ প্রথমবার প্রেম নিয়ে মুখ খুললেন পুনম, জানেন কে তাঁর বয়ফ্রেন্ড? ]
কী এমন পরিচয় যাতে চমকে উঠতে হয়? কারণ, তিনি আর কেউ নন স্বয়ং অমিতাভ বচ্চন। হ্যাঁ, বিগ বি-কেই এই সাজে দেখা যাচ্ছে। সাধারণ কৃষক হিসেবে অনেকেই তাঁকে ভুল করছেন। এমনকী ছবির দিকে নজর পর্যন্ত দিচ্ছেন না। কিন্তু একটু ঠাহর করে দেখলেই দেখা যাবে, চশমার ওপারে চোখের উজ্জ্বল দৃষ্টি। সে দৃষ্টি চিনে নিতে ভুল হয় না। এবং বোঝা যায়, এই বয়সে পৌঁছেও নিজেকে যে দারুণভাবে ভাঙা যায়, নিজের দিকেই চ্যালেঞ্জ ছুড়ে দেওযা যায়, তার জ্বলন্ত প্রমাণ বিগ বি।
এই লুক ‘ঠাগস অফ হিন্দোস্তান’ ছবির। ছবিটির দৌলতে এই প্রথম একসঙ্গে দেখা যাবে আমির খান ও অমিতাভ বচ্চনকে। এছাড়া ছবিতে আছেন ক্যাটরিনা কাইফ ও ফতিমা সানা শেখ। এ ছবিতে কাজ করতে গিয়েই সম্প্রতি অসুস্থ হয়ে পড়েছেন বিগ বি। যোধপুরে শুটিং চলাকালীন শরীর খারাপ হয় তাঁর। যদিও চিকিৎসার পর এখন তিনি সুস্থ আছেন বলেই জানা যাচ্ছে।
[ শ্রীদেবীর ‘সদমা’র স্মৃতি ফেরাল বরুণ-বণিতার ‘অক্টোবর’ ]
এককালে অ্যাংরি ইয়ং ম্যান। সিনেমার নায়ক যেমন হয় তেমনই। তবে তাতেও প্রথা ভেঙেছেন। রাজ কাপুর থেকে রাজেশ খান্না- নায়কের ঘরানায় তিনি ভাঙন এনেছেন। পরে নিজেই শুরু করেছেন নয়া দৌড়। যা আজকে ইতিহাস। দ্বিতীয় ইনিংসে নিজেকে নিয়ে ক্রমাগত ভাঙচুর করে চলেছেন। ‘ব্ল্যাক’ হোক বা ‘পা’, লুক থেকে অভিনয়ে নিজেকে নিংড়ে দিচ্ছেন। তা যে কোন মাত্রার হতে পারে ঠাগস অফ হিন্দোস্তান-এর এ লুক যেন তারই প্রমাণ।
The post চেনেন এই বৃদ্ধকে? পরিচয় জানলে চমকে উঠবেন appeared first on Sangbad Pratidin.