shono
Advertisement

Breaking News

Chandra Arya

'অশুভ শক্তির উত্থান', অতীত স্মরণ করিয়ে ট্রুডোকে তোপ কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদের

১৯৮৫ সালে খলিস্তানিদের কণিষ্ক হামলা ও ৩২৯ প্রাণহানির অতীত স্মরণ করালেন চন্দ্র আর্য।
Published By: Amit Kumar DasPosted: 03:55 PM Jun 21, 2024Updated: 04:03 PM Jun 21, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুবার্ষিকীতে সংসদে নীরবতা পালন করে ট্রুডো সরকার স্পষ্ট করে দিয়েছে কানাডার খলিস্তান প্রেম। এই পরিস্থিতিতেই ট্রুডো সরকারকে আয়না দেখালেন কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদ চন্দ্র আর্য। সংসদ কক্ষে দাঁড়িয়েই ১৯৮৫ সালে এয়ার ইন্ডিয়ার কণিষ্ক বিমানে জঙ্গি হামলা স্মরণ করালেন তিনি। খলিস্তান জঙ্গিদের সেই হামলায় মৃত্যু হয়েছিল ৩২৯ জনের যাঁদের অধিকাংশই কানাডার বাসিন্দা। একইসঙ্গে জানালেন, 'কানাডার মাটিতে ফের সেই অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে।'

Advertisement

খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের মৃত্যুবার্ষিকীতে কানাডার সংসদে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সেই ঘটনা নিয়ে বিতর্কের মাঝেই এবার সংসদে ট্রুডো সরকারকে বিঁধে কণিষ্ক হামলা স্মরণ করান চন্দ্র আর্য। স্পিকার গ্রেগ ফোগর্সকে উদ্দেশ্য করে তিনি বলেন, "মিস্টার স্পিকার, আগামী ২৩ জুন ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানানো হোক সংসদে। ৩৯ বছর আগে এই দিনে খলিস্তানি জঙ্গিরা বোমা হামলা চালিয়েছিল এয়ার ইন্ডিয়ার ১৮২ কণিষ্ক বিমানে। ভয়াবহ এই জঙ্গি হামলায় মাঝ আকাশে মৃত্যু হয় ৩২৯ জনের। কানাডার ইতিহাসে এর চেয়ে বড় জঙ্গি হামলা আর কখনও ঘটেনি।"

[আরও পড়ুন: মাত্র ৫ হাজারেই সাফল্যের সিঁড়ি, টেলিগ্রামে জলের দলে বিকোচ্ছিল UGC-NETএর প্রশ্নপত্র!]

একইসঙ্গে তিনি বলেন, দুর্ভাগ্যবশত সেই ভয়াবহ ইতিহাস আজ কানাডার বেশিরভাগ মানুষেরই স্মরণে নেই। তবে কানাডার মাটিতে খলিস্তান সমর্থকদের দ্বারা ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার সাম্প্রতিক উদযাপন, সহিংসতা এবং ঘৃণাকে মহিমান্বিত করে। যেটা স্পষ্ট করে যে নতুন করে ফের সেই অশুভ শক্তির উত্থান ঘটেছে কানাডার মাটিতে। তাৎপর্যপূর্ণভাবে আর্যর এই বার্তা সেই সময়ে এল যখন খলিস্তানি জঙ্গি নিজ্জরের মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে কানাডায়।

[আরও পড়ুন: ডার্ক ওয়েবে ফাঁস নেটের প্রশ্নপত্র, কেন্দ্রের অভিযোগের পরই মামলা দায়ের সিবিআইয়ের]

উল্লেখ্য, গত বছরের ১৮ জুন কানাডার মাটিতে আততায়ীর গুলিতে মৃত্যু হয়েছিল খালিস্তান টাইগার ফোর্স সংগঠনের প্রধান হরদীপ সিং নিজ্জর। ভারত সরকারের জঙ্গি 'হিটলিস্টে' প্রথম সারিতে নাম ছিল এই জঙ্গির। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডার সংসদ হাউস অফ কমন্সে স্পিকার গ্রেগ ফোগর্স নিজ্জরের উদ্দেশে শোকপ্রস্তাব পাঠ করেন। এর পর উপস্থিত সাংসদদের উদ্দেশে বলেন, নিজ্জরের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করতে। এই ঘটনায় বিতর্ক চরম আকার নেয়। এরপরই সেই ইস্যুতে কানাডা সরকারকে বিঁধলেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান সাংসদ চন্দ্র আর্য।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • নিজ্জরের মৃত্যুবার্ষিকীতে সংসদে নীরবতা পালন স্পষ্ট করে দিয়েছে ট্রুডো সরকারের খলিস্তান প্রেম।
  • এবার সংসদে ট্রুডো সরকারকে বিঁধে খলিস্তানিদের কণিষ্ক হামলা স্মরণ করালেন চন্দ্র আর্য।
  • স্পিকারকে সেই ঘটনায় মৃতদের উদ্দেশে শ্রদ্ধা জানানোর আর্জি।
Advertisement