shono
Advertisement

Breaking News

প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের, ভোট ময়দানে যোদ্ধা কারা? দেখে নিন একঝলকে

কোন আসনে কে লড়ছেন?
Posted: 10:17 PM Mar 14, 2021Updated: 05:15 PM Mar 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার ভোটের উত্তাপ বাড়ছে। তৃণমূল তাদের প্রার্থী তালিকা প্রকাশ করে ফেলেছে। দফায়-দফায় প্রার্থীদের নাম সামনে আনছে বিজেপি। কমবেশি ১৯২ আসনের প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে বামেরাও। কংগ্রেস ও ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী তালিকার অপেক্ষা ছিল। রবিবার অবশেষে ২০ আসনের প্রার্থীর নাম জানাল আব্বাস সিদ্দিকির দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF)।  আর সেই তালিকায় ভাইজানের দল নিজেদের ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি প্রমাণের আপ্রাণ চেষ্টা করেছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল ।

Advertisement

বাঁকুড়া (১২)
কেন্দ্র প্রার্থী
রাইপুর মিলন মান্ডি

পূর্ব মেদিনীপুর (১৬)
কেন্দ্র প্রার্থী
মহিষাদল বিক্রম চট্টোপাধ্যায়

পশ্চিম মেদিনীপুর (১৫)
কেন্দ্র প্রার্থী
চন্দ্রকোনা গৌরাঙ্গ দাস

দক্ষিণ ২৪ পরগনা (৩১)
কেন্দ্র প্রার্থী
কুলপি সিরাজউদ্দিন গাজি
মন্দিরবাজার ডঃ সঞ্চয় সরকার
মেটিয়াবুরুজ নুরুজ্জামান

হাওড়া (১৬)
কেন্দ্র প্রার্থী
জগৎবল্লভপুর অ্যাডভোকেট শেখ সাব্বির আহমেদ
পাঁচলা মহম্মদ জলিল
উলুবেড়িয়া পূর্ব আব্বাসউদ্দিন খান

হুগলি (১৮)
কেন্দ্র প্রার্থী
হরিপাল সিমল সোরেন
খানাকুল ফইজল খান

নদিয়া (১৭)
কেন্দ্র প্রার্থী
রানাঘাট উত্তর-পূর্ব  দীনেশ চন্দ্র বিশ্বাস
কৃষ্ণগঞ্জ অনুপ মণ্ডল
চাপড়া কাঞ্চন মৈত্র

কলকাতা (১১)
কেন্দ্র প্রার্থী
এন্টালি প্রফেসর ডঃ মহম্মদ ইকবাল আলম

উত্তর ২৪ পরগনা (৩৩)
কেন্দ্র প্রার্থী
বসিরহাট উত্তর  পীরজাদা বাইজিন আমিন
সন্দেশখালি বরুণ মাহাতো
অশোকনগর তাপস চক্রবর্তী
আমডাঙা জামাল উদ্দিন

পশ্চিম বর্ধমান (৯)
কেন্দ্র প্রার্থী
আসানসোল উত্তর মহম্মদ মোস্তাকিম

.table-bordered > thead > tr > th, .table-bordered > tbody > tr > th, .table-bordered > tfoot > tr > th, .table-bordered > thead > tr > td, .table-bordered > tbody > tr > td, .table-bordered > tfoot > tr > td {border: 1px solid #fff;}.table-bordered {border: 1px solid #FFF;} .table { width: 70%; margin-left: auto; margin-right: auto;} @media(max-width: 768px) { .table { width: 100%; margin-left: auto;margin-right: auto;}}

[আরও পড়ুন: ধর্মনিরপেক্ষ ভাবমূর্তি প্রমাণের চেষ্টা ISF-এর! ভাইজানের দলে একাধিক হিন্দু প্রার্থী]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার