shono
Advertisement

কুকুরের ভয়ে পালাতে গিয়ে লরিতে পিষে মৃত্যু

আহত দুই বন্ধু আরজি করে ভরতি৷ The post কুকুরের ভয়ে পালাতে গিয়ে লরিতে পিষে মৃত্যু appeared first on Sangbad Pratidin.
Posted: 05:32 PM Jan 17, 2019Updated: 05:36 PM Jan 17, 2019

অর্ণব আইচ:  এনআরএস হাসপাতালে ১৬টি কুকুর ছানার হত্যাকাণ্ড নিয়ে উত্তাল কলকাতা৷ এরই মধ্যে কুকুরের তাড়া খেয়ে দুর্ঘটনার মুখে পড়ে প্রাণ হারালেন এক ব্যক্তি৷ আহত আরও দু’জন৷ বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর কলকাতার ভূপেন বোস এভিনিউতে৷ মৃত ব্যক্তির নাম উত্তম দাস। আনুমানিক বয়স ৪০। 

Advertisement

[বাংলায় প্রচারে আসতে পারেন যোগী, রথ নিয়ে ফের নবান্নে বিজেপির আবেদন ]

জানা গিয়েছে, বুধবার গভীর রাত একটা নাগাদ বাড়ি ফিরছিলেন উত্তম ও তাঁর আরও দুই বন্ধু৷ ক্যাটারিংয়ে কাজ করেন তিনি। দুই বন্ধুর নাম বিশ্বনাথ ঘোষ ও পান্নালাল ঘোষ৷ ভূপেন বোস এভিনিউয়ের ফুটপাথ ধরে হাঁটার সময়ই দুর্ঘটনাটি ঘটে৷ রাস্তায় লোক দেখে বেশ কয়েকটি কুকুর ডাকতে শুরু করে ও তাঁদের দিকে তেড়ে আসে৷ কুকুরের ভয়ে ফুটপাথ থেকে রাস্তায় নামেন উত্তম, বিশ্বনাথ ও পান্নালাল৷ তখনই পিছন থেকে আসা একটা লরি ধাক্কা মারে তাঁদের৷ লরিতে চাপা পড়েন উত্তম৷ বাকি দু’জনের ধাক্কা লাগে৷  

[অধ্যাপক কনক সরকারকে তলব জাতীয় মহিলা কমিশনের]

শ্যামপুকুর থানার পুলিশ জানিয়েছে, সঙ্গে সঙ্গে তিনজনকেই নিয়ে যাওয়া হয় আরজি কর হাসপাতালে৷ সেখানেই চিকিৎসকরা উত্তম দাসকে মৃত বলে ঘোষণা করেন৷ বাকি দুই বন্ধু বিশ্বনাথ ও পান্নালাল এখনও সেখানে চিকিৎসাধীন৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁদের অবস্থা বেশ আশঙ্কাজনক৷

The post কুকুরের ভয়ে পালাতে গিয়ে লরিতে পিষে মৃত্যু appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement