shono
Advertisement
UEM Kolkata

ইউইএম কলকাতা এবং আইইএম-এর উদ্যোগে সফলভাবে অনুষ্ঠিতহল 'AICARE 2025'

এআই, মহাকাশ ও নবীকরণযোগ্য শক্তি নিয়ে কলকাতায় আন্তর্জাতিক সম্মেলন।
Published By: Buddhadeb HalderPosted: 04:39 PM Nov 25, 2025Updated: 04:39 PM Nov 25, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (ইউইএম), কলকাতা এবং ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হল। আইইএম নিউটাউন ক্যাম্পাসে ২১ ও ২২ নভেম্বর, দু'দিন ধরে অনুষ্ঠিত হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর কম্পিউটিং, অ্যাস্ট্রোনমি, অ্যান্ড রিনিউয়েবল এনার্জি (AICARE 2025)। এই সম্মেলনটি আয়োজিত হয় আইইইই কলকাতা বিভাগ এবং আইইইই পিইএস কলকাতা বিভাগ-এর সহযোগিতায়।

Advertisement

AICARE 2025-এর মূল লক্ষ্য ছিল—পরবর্তী প্রজন্মের কম্পিউটিং, মহাকাশ গবেষণা এবং নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তিতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর রূপান্তরমূলক ভূমিকা আলোচনা করা। এর মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার ওপর জোর দেওয়া হয়।

এই আন্তর্জাতিক সম্মেলনে আইইউসিএএ (IUCAA)-এর প্রতিষ্ঠাতা ড. অজিত কেমভাভি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আশিস কুমার চট্টোপাধ্যায় এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শিবাজি চক্রবর্তী-সহ অনেক প্রখ্যাত ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। এছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং পর্তুগাল থেকে বিজ্ঞানীরা এই সম্মেলনে যোগ দেন। এই দুই দিনের অনুষ্ঠানে গবেষণা পাঠ ও প্রযুক্তি নিয়ে আলোচনা হয়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ইউইএম কলকাতা ও আইইএম-এর যৌথ উদ্যোগে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন সফলভাবে সম্পন্ন হল।
  • তরুণ প্রজন্মকে কম্পিউটিং, মহাকাশ গবেষণা এবং নবীকরণযোগ্য শক্তি প্রযুক্তিতে পরিচিত করাই মূল লক্ষ্য।
  • মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং পর্তুগাল থেকে বিজ্ঞানীরা এই সম্মেলনে যোগ দেন।
Advertisement