shono
Advertisement
SBI Recruitment 2025

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় বহু শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

জেনে নিন আবেদনের পদ্ধতি।
Published By: Tiyasha SarkarPosted: 04:44 PM Dec 04, 2025Updated: 07:23 PM Dec 04, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যাঙ্কে চাকরিই লক্ষ্য? সেই মতো প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। প্রায় ১ হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া। কীভাবে আবেদন করবেন? শেষ তারিখ কবে? আবেদনের আগে জেনে নিন খুঁটিনাটি তথ্য।

Advertisement

মোট শূন্যপদ- ৯৯৬

পদের নাম
১. ভিপি ওয়েলথ (এসআরএম)-৫০৬
২. এভিপি ওয়েলথ (আরএম)- ২০৬
৩. কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউনিভ- ২৮৪

আবেদনকারীর যোগ্যতা

১. ভিপি ওয়েলথ (এসআরএম)- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-তে ৬০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার পাবেন। তবে ব্যাঙ্কের মার্কেটিং-এ ৬ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যদিও রিলেশনশিপ ম্যানেজার হিসেবে নূন্যতম ৬ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে।

আবেদনের বয়স- বয়স ২৬ থেকে ৪২ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন। 

২. এভিপি ওয়েলথ (আরএম)- এই পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। ফিনান্স, মার্কেটিং, ব্যাঙ্কিং-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে। তবে আবেদনের জন্য সেলস ও মার্কেটিংয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। রিলেশনশিপ ম্যানেজার হিসেবে নূন্যতম ৩ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স- বয়স ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন। 

৩. কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউনিভ- স্নাতক উত্তীর্ণ হলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।

আবেদনের বয়স- বয়স ২০ থেকে ৩২ বছরের মধ্যে হলেই এই পদে আবেদন করতে পারবেন। 

আবেদনের পদ্ধতি- আবেদন করতে হবে অনলাইনে। প্রথমে https://sbi.bank.in/web/careers/current-openings.-এতে যান। ক্লিক করুন “ENGAGEMENT OF SPECIALIST CADRE OFFICERS ON CONTRACT BASIS (ADVERTISEMENT NO: CRPD/SCO/2025-26/17)”-এই অপশনেএরপরই মিলবে অনলাইন অ্যাপ্লাই অপশন। এরপর ধাপে ধাপে তথ্য দিলেই কাজ শেষ। 

আবেদনের মূল্য- সাধারণ প্রার্থীদের ফি জমা দিতে হবে ৭৫০ টাকা। তফশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আবেদন মূল্য শূন্য।

আবেদনের শেষ তারিখ- ২৩ ডিসেম্বর, ২০২৫। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভিপি ওয়েলথ (এসআরএম) পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ-তে ৬০ শতাংশ নম্বর থাকলে অগ্রাধিকার পাবেন।
  • এভিপি ওয়েলথ (আরএম) পদে আবেদনের জন্য স্নাতক উত্তীর্ণ হওয়া আবশ্যক। ফিনান্স, মার্কেটিং, ব্যাঙ্কিং-এ স্নাতকোত্তর উত্তীর্ণ হলে অগ্রাধিকার মিলবে।
Advertisement