সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকাশিত হল ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের (বেল) নিয়োগ বিজ্ঞপ্তি। ইলেকট্রনিক্স এবং মেকানিক্যাল ডেপুটি ইঞ্জিনিয়ার পদে চাকরির সুযোগ। প্রথমে পাঁচ বছরের জন্য কর্মী নিযুক্ত করা হবে। এরপর সংস্থার প্রয়োজন এবং নিযুক্তদের কাজের উপর নির্ভর করে মেয়ান বাড়ানো হতে পারে আরও ২ বছর। মোট শূন্যপদের সংখ্যা কত? বেতন কাঠামো থেকে আবেদন ফি, সমস্ত বিশদে জেনে আবেদন করুন।

মোট শূন্যপদ- ২০
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক/এএমআইই/ জিআইইটিই/ বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ফার্স্ট ক্লাস নিয়ে উত্তীর্ণ হতে হবে। ডেপুটি ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স পদের ক্ষেত্রে যোগ্যতার ভিন্ন মাপকাঠি রয়েছে।
বয়সসীমা- কেন্দ্রের প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ এই সংস্থায় আবেদনকারীর বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৮ বছর।
বেতন- প্রতিমাসে ৪০,০০০-১,৪০,০০০ টাকা।
আবেদন ফি- জেনারেল, ওবিসি, আর্থিকভাবে পিছিয়ে থাকা প্রার্থীদের ক্ষেত্রে ৪৭২ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি- কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে। www.bel-india.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আরও বিশদ জানতে অফিশিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশন দেখুন।
আবেদনের শেষ তারিখ– ৩১ মার্চ ২০২৫