shono
Advertisement

সীমান্তরক্ষী বাহিনীতে মোটা বেতনের চাকরির সুযোগ, আবেদন করুন এখনই

কীভাবে আবেদন করবেন?
Posted: 03:06 PM Jun 28, 2021Updated: 03:06 PM Jun 28, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চাকরি খুঁজছেন? তবে আপনার জন্যই রয়েছে সুখবর। একাধিক পদে কর্মী নিয়োগ করবে বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ সীমান্ত রক্ষী বাহিনী। বিজ্ঞপ্তি নম্বর VET/2020 ও PMS/202O। কীভাবে আবেদন করবেন? আবেদনের শেষ তারিখ কবে? জেনে নিন খুঁটিনাটি।

Advertisement

শূন্যপদ

SI (স্টাফ নার্স)- ৩৭
ASI অপারেশন টেকনিশিয়ান -১
ASI ল্যাবরেটরি টেকনিশিয়ান -২৮
CT (ওয়ার্ড বয়/গার্ল/আয়া) -৯
HC (ভেটেরিনারি)-২০
কনস্টেবল – ১৫

বেতন- উপরিউক্ত পদে নিযুক্তদের বেতন হবে ২০ থেকে ৫০ হাজার টাকার মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা – মাধ্যমিক(Madhyamik Exam) -উচ্চমাধ্যমিক অথবা সমতুল পরীক্ষায় উত্তীর্ণরাই এই পদে আবেদন করতে পারবেন।

বয়সসীমা- আবেদনকারীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে।

নিয়োগের পদ্ধতি – লিখিত পরীক্ষা, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST), ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET)-এর মাধ্যমে নিয়োগ করা হবে। পরীক্ষার দিনক্ষণ, সময় জানানো হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে (https://bsf.gov.in)।

[আরও পড়ুন: ‘দুর্নীতির আখড়া জিটিএ, CAG-কে দিয়ে অডিট করাব’, উত্তরবঙ্গ সফর শেষে মন্তব্য রাজ্যপালের]

কীভাবে আবেদন করবেন?

আগ্রহীরা বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইটের (https://bsf.gov.in) মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রেশন স্লিপ পাবেন, যা ভবিষ্যতে কাজে লাগতে পারে। ডাকযোগে কোনও নথি পাঠানোর প্রয়োজন নেই।

আবেদনের শেষ তারিখ – ২৭ জুলাই ২০২১

তাহলে আর অপেক্ষা কেন? এখুনি আবেদন করুন আপনি। তবে তার আগে অবশ্যই চোখ বুলিয়ে নিন সীমান্ত রক্ষী বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটে।

[আরও পড়ুন: ১০০ দিনের কাজ নিয়ে অশান্তির জেরে পঞ্চায়েত প্রধানকে ‘মারধর’, ব্যাপক উত্তেজনা সিউড়িতে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement