সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইন নিয়ে পড়াশোনা করেছেন? প্রাইভেট প্র্যাকটিসের বদলে কোনও সংস্থার অধীনে কাজ করতে চান? তাহলে আপনার জন্য রয়েছে দারুণ খবর। চাকরি পেতে পারেন বিএসএনএলে। শূন্যপদ কতগুলি? কীভাবে আবেদন করবেন? শেষ তারিখই বা কবে? জেনে নিন যাবতীয় খুঁটিনাটি তথ্য।
মোট শূন্যপদ - ৩টি
পদ- লিগাল কনসালট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা- এলএলি(তিন বা পাঁচ বছরের কোর্স) উত্তীর্ণ হতে হবে। প্রাপ্ত নম্বর কমপক্ষে ৬০ শতাংশ হলে তবেই আবেদন করতে পারবেন।
বয়স- আপনার বয়স যদি ৩২ বছরের মধ্যে হয়, তাহলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বেতন- এই পদের কর্মীদের বেতন প্রতিমাসে ৭৫ হাজার টাকা (বছরে ইনক্রিমেন্ট ৫ শতাংশ)
আবেদন মূল্য- সকল প্রার্থীদের জন্যই আবেদন মূল্য সমান, ৫০০ টাকা।
আবেদনের পদ্ধতি- অনলাইনে আবেদন করতে হবে www.bsnl.co.in.-এই ওয়েবসাইটের মাধ্যমে। যোগ্য প্রার্থীদের বেছে নেবে স্ক্রিনিং কমিটি। তারপর তাঁদের ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। ইন্টারভিউয়ের ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি করা হবে।
আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন। চলবে ১৪ মার্চ ২০২৫ পর্যন্ত।
*তাহলে আর দেরি না করে এখনই আবেদন সেরে ফেলুন।