shono
Advertisement

Breaking News

রাজ্যের সরকারি মেডিক্যাল শিক্ষাক্ষেত্রে মাইল ফলক! কলকাতা মেডিক্যালে চালু ডিএনবি কোর্স

ছ'বছরের পাঠ্যক্রম।
Published By: Paramita PaulPosted: 08:14 PM Feb 22, 2025Updated: 08:15 PM Feb 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের সরকারি মেডিক্যাল শিক্ষাক্ষেত্রে মাইল ফলক! কলকাতা মেডিক্যাল কলেজের সিটিভিএস (কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি) বিভাগে চালু হল ডিপ্লোমেট অফ ন্যাশানাল বোর্ড বা ডিএনবি কোর্স। ছ'বছরের পাঠ্যক্রম।

Advertisement

স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা (বিশেষ সচিব) ডা. অনিরুদ্ধ নিয়োগীর কথায়, "এনএমসি থেকে দুটি আসন ছাড়পত্র দিয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের প্রায় সঙ্গে সঙ্গে দুটি আসন ভর্তি হয়েছে। একটি আসনে ভর্তি হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ থেকে পাশ করা এক চিকিৎসক। দ্বিতীয় আসনটি অবশ্য পেয়েছেন উত্তরপ্রদেশের ঝাঁসি থেকে এক এমবিবিএস গ্র্যাজুয়েট।" এনএমসি-র নিয়ম অনুযায়ী এমবিবিএস পাশ করার পর স্নাতকোত্তর পর্যায়ের বিভিন্ন শাখায় উচ্চতর শিক্ষার জন্য ছ'বছরের ডিএনবি কোর্স চালু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ছ'বছরের ডিএনবি পাশ এমসিএইচ (সিটি ভি এস) র সমতুল্য।

পাঁচ বছরেই মূল পাঠ্যক্রম সম্পূর্ণ হয়। পরের একবছর হাতে কলমে অভিজ্ঞতা অর্জন। কলকাতা মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ ডা. অঞ্জন অধিকারীর কথায়,"গত পাঁচ বছর ধরে সিটিভিএস স্নাতকোত্তর অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েট ছাত্র পাওয়া যাচ্ছিল না। একইরকম ভাবে নিউরো সার্জারি, পেডিয়াট্রিক সার্জারিতেও এমসিএইচ কোর্স করতে পড়ুয়া পাওয়া যাচ্ছিল না। কারণ খুঁজতে দেখা গেছে অত্যন্ত জটিল বিষয়। দ্বিতীয়ত ঝুঁকি বেশি।" অঞ্জনবাবুর কথায়, এই সমস্যা গোটা দেশের। শেষ পর্যন্ত ছ'বছরের ডিএনবি কোর্স চালু হয়েছে। তবে কার্ডিওলজি সার্জারিতে এই প্রথম ডিএনবি।

সিটিভিএসের জাতীয় কর্মসমিতি বোর্ডের সদস্য অধ্যাপক ডা সুব্রত দে। সুব্রতবাবুর কথায়, এরফলে সিটিভিএস কোর্সে ডাক্তারি গ্র্যাজুয়েট ছাত্রছাত্রীদের আগ্রহ বাড়বে। উল্লেখ্য ডা. দেবী শেঠি ডা. সুব্রত দে এবং ডা. অধ্যাপক শান্তনু দত্তর মত বিদগ্ধ চিকিৎসকরা কার্ডিওলজিতে ডিএনবি কোর্স চালু করতে লাগাতার চেষ্টা চালিয়েছেন। এমনকি কোর্স মডিউল এবং পরীক্ষা পদ্ধতি ঠিক করে দিয়েছেন।

উল্লেখ্য, কলকাতা মেডিক্যাল কলেজে একসময় কার্ডিওলজি এমসিএইচ কোর্স করান হত। প্রথম হার্ট সার্জারি হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেই কলকাতা মেডিক্যাল কলেজেই ডিএনবি কোর্স চালু হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্যের সরকারি মেডিক্যাল শিক্ষাক্ষেত্রে মাইল ফলক!
  • কলকাতা মেডিক্যাল কলেজের সিটিভিএস (কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি) বিভাগে চালু হল ডিপ্লোমেট অফ ন্যাশানাল বোর্ড বা ডিএনবি কোর্স।
  • ছ'বছরের পাঠ্যক্রম।
Advertisement